বসন্তোৎসবের প্রাক্কালে ফাগুনের মোহনায় গানে সোশ্যাল মিডিয়া কাঁপালো বাঙালি তনয়া

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েক ঘন্টা তারপরেই আপামর বাঙালির মেতে উঠবে বসন্তোৎসবে। দোলের দিন মূলত অধিকাংশ জায়গায় বসন্ত উৎসব হয়ে থাকলেও অনেক ক্ষেত্রে আবার এর ব্যাতিক্রমও লক্ষ্য করা যায়। অনেক কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগাম অথবা পরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়ে থাকে।

অন্যদিকে গত দু’বছর ধরে করোনা সংক্রমণের কারণে থিতিয়ে যেতে লক্ষ্য করা গিয়েছে এই বসন্ত উৎসবকে। তবে এই বছর বসন্ত উৎসব নিয়ে সব ধরনের মানুষের মধ্যেই রয়েছে আলাদা উৎসাহ-উদ্দীপনা। কারণ এই বছর যে আর আগের মত করোনার প্রকোপ নেই। এই কথা মাথায় রেখেই এই বসন্ত উৎসবের প্রাক্কালে এক বাঙালি তনয়া একটি গান রিলিজ করেছেন তার ইউটিউব চ্যানেলে।

বসন্তোৎসবের প্রাক্কালে ‘ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়’ গানটি নতুনভাবে গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন বাঙালি তনয়া কাশ্মীরা চক্রবর্তী। ভূমি ব্যান্ডের এই জনপ্রিয় গান তিনি সম্পূর্ণ নিজের আঙ্গিকে তুলে ধরেছেন নিজের মতো করে। গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর নজর কেড়েছে নেটিজেনদের।

কাশ্মীরা চক্রবর্তীকে বিভিন্ন সময় লক্ষ্য করা যায় বিভিন্ন জনপ্রিয় গান নিয়ে নিজস্ব গলায় সেই সকল গানের শুটিং করতে। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে। এছাড়াও তার নিজের গলায় একগুচ্ছ গান রয়েছে তার ইউটিউব চ্যানেলে।

https://youtu.be/w6KNJXxD3Xw

কাশ্মীরা চক্রবর্তী গানকে নিজের পেশা হিসাবে তুলে ধরেছেন। তবে তিনি পেশার থেকে বেশি শখের বশেই এই সকল গান রেকর্ডিং করে ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। বসন্ত উৎসবের প্রাক্কালে এবার তিনি যে গানটি আপলোড করেছেন সেই গানটিও শখের বসেই আপলোড করা। তবে তার কণ্ঠস্বর এবং গানের অন্যান্য প্রস্তুতি নজর কেড়েছে দর্শকদের।