Tatkal ticket booking: তৎকাল টিকিট কাটবেন বলে ভাবছেন? নিশ্চিত সিট পেতে টিপসগুলি মাথায় রাখুন

Keep in mind the tips for buying tatkal tickets: আর কিছুদিন পরেই দুর্গা পুজো। যে সমস্ত মানুষ কাজের সূত্রে বাইরে রয়েছেন, তারাও বাড়ি ফিরবেন। যে সমস্ত মানুষ ট্রেনে করে বাড়ি ফিরবেন বলে ভাবছেন, কিংবা পুজোর ছুটিতে কোথাও ঘুরতে যাবেন বলে পরিকল্পনা করেছেন? তাদের জন্য আজকের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। কেননা উৎসবের মরশুমে ট্রেনের টিকিট কাটা খুবই মুশকিল। এ সময় কীভাবে তৎকাল টিকিট (Tatkal ticket booking) নিশ্চিত করা যাবে, তার কিছু গুরুত্বপূর্ণ টিপস আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো।

ভারতীয় রেলে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই ট্রেনে করে কোথায় যেতে হলে আগে থেকেই টিকিট বুক করে রাখতে হবে। তবে হটাৎ করে টিকিট কাটতে চাইলে, তৎকাল টিকিট কাটতে পারেন। এক্ষত্রে খুব সহজে তৎকাল টিকিট কনফার্ম হয় না। এতে করে সমস্যায় পড়েন বহু মানুষ। কারণ অনেকেই আগে থেকে যাওয়ার পরিকল্পনা করে রাখেন না। সে ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় তৎকাল টিকিট (Tatkal ticket booking)। তাই ট্রেনে কীভাবে সহজে তৎকাল টিকিট বুক করা যায়, সে নিয়েই আজকের প্রতিবেদন।

যে সমস্ত মানুষ বাড়ি ফেরে জন্য বা কোথাও যাওয়ার জন্য শেষ মুহূর্তে ট্রেনের তৎকাল টিকিট বুকের (Tatkal ticket booking) উপর ভরসা করে থাকেন, বেশির ভাগ ক্ষেত্রে সে সব টিকিট নিশ্চিত হয় না। তাই হটাৎ এমন পরিকল্পনা থাকলে তা বাতিল হতেও পারে। এ অবস্থায় কী করবেন? তৎকাল টিকিট বুক করলে, সিট পাওয়া যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, তবে নীচে দেওয়া এই টিপস খুবই কার্যকর হবে।

প্রথমেই বলে রাখি, প্রতিদিন সকাল ১০ টা থেকে অনলাইনে তৎকাল টিকিট বুকিং শুরু হয়। অন্যদিকে যদি আপনি স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুক করতে চান, সেক্ষেত্রে আলাদা সময় রয়েছে। প্রতিদিন সকাল ১১ টা থেকে অনলাইনে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং (Tatkal ticket booking) শুরু হয়। আপনি যদি কোথাও যাওয়ার পরিকল্পনা করেন, তা পুরোপুরি নিশ্চিত করুন। তারপরই যততাড়াতাড়ি সম্ভব সকাল সকাল তৎকাল টিকিট বুক করুন। মনে রাখবেন যত দেরিতে টিকিট বুক করবেন, নিশ্চিতের পরিমান তত কমবে।

আরেকটি বিষয় হলো, তৎকাল টিকিট বুকিংয়ের সময় শুরু হওয়ার আগেই IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে রাখুন এবং মাস্টার চার্ট অপশনে গিয়ে আপনার সমস্ত তথ্য পূরণ করে রাখুন। যাতে টিকিট বুকিং শুরু হলেই, যেন বেশি সময় নষ্ট না হয়। এদিকে যদি নেট ব্যাংকিং করে টিকিট মূল্য মেটান, সে ক্ষেত্রে UPI থেকে পেমেন্ট করার চেষ্টা করুন। UPই ব্যাবহার করে পেমেন্ট করলে পেমেন্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। আর উপরের সবকটি বিষয় মাথায় রেখে তৎকাল টিকিট বুক (Tatkal ticket booking) করলে তা ১০০ শতাংশ নিশ্চিত হবে।