Immersion Heater: জল গরম করতে ইমার্সন হিটার চালাচ্ছেন, ইলেকট্রিক বাঁচাতে এই নিয়মগুলি অবশ্য পালনীয়

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Immersion Heater: শীতে ঠান্ডা জল ব্যবহার করা একেবারেই অসম্ভব ব্যাপার, একবার হাত দিলেই যেন সারা শরীরে কম্পন শুরু হয়। গরম জল ছাড়া স্নান করা এই শীতে কোনোভাবেই সম্ভব নয়। শীতকালে বারবার গ্যাসের ওভেনে জল গরম করা কারোর পক্ষেই সুবিধাজনক নয়, তাহলে উপায় কি? আজকাল প্রত্যেকটি ঘরেই ওয়াটার হিটার দেখতে পাওয়া যায়, যেখানে খুব অল্প সময়েই গরম জল করে স্নান করা যায়। এই শীতে এই জিনিসটির গুরুত্ব বুঝতে পারা যায় প্রতিটা পদক্ষেপে। কিন্তু সাধারণ মানুষ ওয়াটার হিটার ব্যবহার করার সময় বেশ কিছু ছোট ছোট ভুল করে থাকে, তাই অসতর্ক না হয়ে সাবধানতা অবলম্বন করুন।

Advertisements

ডিসেম্বর জানুয়ারির কনকনে ঠান্ডায় যাতে ঠান্ডা জলে স্নান করতে না হয় তার জন্য অনেকেই এই ইমার্সন হিটার ব্যবহার করে থাকে। প্রতিদিন স্নান করার জন্য গরম জল তৈরি করা এই ধরনের হিটারে (Immersion Heater) একেবারে সহজ। আর সবথেকে বড় কথা হল দাম একেবারে সাধ্যের মধ্যে। সাধারণ মধ্যবিত্তকে আর ওয়াটার হিটার কেনার জন্য চিন্তা করতে হবে না, দেরি না করে কিনে ফেলতে পারেন এই ধরনের হিটার। তবে এই ধরনের হিটার কিনলেও অসুবিধার শেষ নেই। যখনই ইমার্শন হিটারের তারকে জলে ডোবাচ্ছেন তার আগে নিশ্চিত হয়ে নিন যে এটি পুরোপুরি ডুবে গিয়েছে। নাহলে চরম বিপদের সম্মুখীন হতে হবে। হিটারটি ৮০ শতাংশ জলে সেট করুন। যদি ২০ লিটারের বালতি থাকে তবে এটি ১৬ লিটার জল দিয়ে পূরণ করুন।

Advertisements

যখনই এই ধরনের মডেলের ওয়াটার হিটার কিনবেন তখন অবশ্যই মনে রাখতে হবে এতে যেন থাকে আইএসআই মার্কিং।এই ধরনের হিটার জল গরম করতে সময় নেবে ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু এই ধরনের হিটার থেকে বিপদ হতে পারে খুব তাড়াতাড়ি। ইমার্সন হিটার (Immersion Heater) বিদ্যুৎ সরবরাহ করে একেবারে সরাসরি এবং যখন এই মডেল হিটারটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়, এই হিটারের তারে সাদা ফিল্মের মত দেখা দেয়। এরকম হওয়ার মূল কারণ হলো জলের লবণ এবং ক্যালসিয়াম। যখন জল গরম হয়ে যায় তখন লবণ ও ক্যালসিয়াম কণা হিটারের তারে লেগে পুরু আস্তরণ পরে যায়।

Advertisements

আরও পড়ুন:DTMDTM: কেন্দ্রের যুগান্তকারী প্রযুক্তির ব্যবহারে টিভি ও ফোন ব্যবহার করুন ইন্টারনেট ও সিম ছাড়া

ধরুন এই ধরনের হিটার (Immersion Heater) যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে হিটারের তারের সঙ্গে লেগে থাকা লবণের ফিল্মটি অবশ্যই অপসারণ করা উচিত নাহলে জল স্বাভাবিকের তুলনায় অনেকটাই গরম হয়ে যায়। এর ফলে বেড়ে যাবে বিদ্যুতের বিল। সঠিক সময়ে বৈদ্যুতিক তারে লেগে থাকা সাদা ওই আস্তরণ পরিষ্কার করে ফেলতে হবে তাহলে সাশ্রয় করা যাবে বিদ্যুৎ।

আরো বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তারযুক্ত মডেলের ওয়াটার হিটার ব্যবহার করার সময় বারবার জলে হাত দিয়ে দেখা যাবে না। কারণ ওয়াটার হিটার বন্ধ না করে যদি এটি স্পর্শ করেন তাহলে বৈদ্যুতিক শক লাগতে পারে। বৈদ্যুতিক জিনিস ব্যবহার করার সময় সর্বদাই সতর্কতা অবলম্বন করতে হবে। দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক জিনিস সকলে ব্যবহার করে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করলে বিপদ এড়িয়ে যাওয়া সহজ হবে।

Advertisements