বিয়ে বাড়িতেও অনুব্রতর ‘খেলা হবে’, ডিজে গানে নেচে ভাইরাল নবদম্পতি

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। আর সেই ‘খেলা হবে’ এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আলোচনার বিষয়বস্তু ছাড়াও তা দিয়ে এখন তৈরি হয়েছে ডিজে গান। আর হবেই না বা কেন? এই যে অনুব্রত উবাচ। তবে এই উবাচই এখন রাজনীতির আঙ্গিনা পার করে পৌঁছে গেল বিয়ে বাড়ির আঙ্গিনায়।

Advertisements

Advertisements

সম্প্রতি একটি বিয়ে বাড়িতে লক্ষ্য করা গেছে অনুব্রত মণ্ডলের এই উবাচ ‘খেলা হবে’-এর ডিজে গানে নাচতে নবদম্পতিকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে। ‘খেলা হবে’ এই ডিজে গানে নবদম্পতি ছাড়াও নাচতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের। মোটের উপর বেশ উপভোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অনুব্রত মণ্ডলের এই স্লোগান ‘খেলা হবে’।

Advertisements

সম্প্রতি যে বিয়ে বাড়িতে এই স্লোগানের ডিজে গানের সাথে নবদম্পতিকে নাচতে দেখা যায় সেই ঘটনাটি হল বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত চাকদহ গ্রামে। যদিও জানা গিয়েছে যার বিয়েতে এই ‘খেলা হবে’ ডিজে গান বাজানো হয় এবং নবদম্পতিকে নাচতে দেখা যায় তিনি হলেন একজন তৃণমূল কর্মী। তিনি তৃণমূলের আইটি সেলের সাথে যুক্ত।

তবে এই ‘খেলা হবে’ অনুব্রত উবাচ শুধু বিয়ে বাড়িতেই নয়, রাস্তাঘাটে, বাসে, চায়ের আড্ডায়, পিকনিক যাওয়ার সময় অথবা ফেরার পথে সব জায়গাতেই এখন এই একটাই কথা ‘খেলা হবে’। এই স্লোগানটি এখন যেন দল মত নির্বিশেষে আমজনতার মন কেড়েছে, এমনটাই টের পাওয়া যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততাই। পাশাপাশি সাধারণ মানুষ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন এই খেলায় কোন দল জয়লাভ করে তার দিকেও।

Advertisements