KMC launches new portal to stop illegal sale of flats: শহরে বেআইনি বহুতল তৈরি করার অভিযোগ উঠেছে একাধিকবার। সমস্যায় পড়েছেন বহু ক্রেতা। তাই কলকাতা পৌরসভার তরফ থেকে নতুন পোর্টাল (KMC New Portal) তৈরি করা হয়েছে ক্রেতাদের বেআইনি বহুতল সম্পর্কে সচেতন করার জন্য। এই পোর্টাল থেকে জানা যাবে কলকাতা শহরে তৈরি হওয়া সমস্ত বহুতল সম্পর্কিত তথ্য। কোনটি নিয়ম মেনে প্ল্যান স্যাংশন হওয়ার পর তৈরি করা হয়েছে, আর কোন ফ্ল্যাটটি বৈধতা ছাড়াই তৈরি হয়েছে তা জানতে পারবেন ক্রেতারা। ফ্ল্যাট কেনার আগে একবার পোর্টালে চেক করে নিলেই ভবিষ্যতে আর কোন সমস্যায় পড়তে হবে না ক্রেতাদের।
বেআইনি বহুতল সম্পর্কিত সমস্ত তথ্য এই পোর্টালে (KMC New Portal) আপলোড করবেন আধিকারিকরা। কোন ক্রেতা যদি গ্রিবিং সেল, বিল্ডিং দপ্তর, পৌরসভা বা টক টু মেয়র অনুষ্ঠানে বিল্ডিং সম্পর্কিত কোন অভিযোগ করেন, তবে তা খতিয়ে দেখে নতুন তথ্য আপলোড করা হবে পোর্টালে। এই পোর্টালে তথ্য আপলোড করা হবে অথরাইজড কনস্ট্রাকশন কেস হিস্ট্রি সিস্টেমের মাধ্যমে।
কলকাতা পৌরসভার অন্তর্গত বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা বিভিন্ন ওয়ার্ড ভিজিট করে বেআইনি কনস্ট্রাকশন গুলিকে চিহ্নিত করবেন। এবং সেই সম্পর্কিত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করবেন। পোর্টালের (KMC New Portal) নবনির্মিত যেকোনো বিল্ডিং সম্পর্কে ২৪ টি তথ্য আপলোড করা হবে। এর মধ্যে রয়েছে প্রেমিসেস নাম্বার, ওয়ার্ড নাম্বার, বরো নাম্বার, রাস্তার নাম কমপ্লেক্সের নাম ইত্যাদি। একজন ক্রেতা কোন বিল্ডিং কেনার আগেই পোর্টালে সার্চ করলেই জানতে পারবেন বিল্ডিংটি আদতে পৌরসভার নির্মাণ আইন মেনে তৈরি করা হয়েছে নাকি এটি বেআইনি।
গার্ডেনরিচের বেয়ানি বহুতলটি ভেঙে পড়ার পর থেকেই অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে কলকাতা পৌরসভার বিল্ডিং দপ্তর। ইতিমধ্যে পৌরসভার ইঞ্জিনিয়াররা কন্সট্রাকশন এরিয়ায় ভিজিট করে তার নথিপত্র যোগাড় করা শুরু করে দিয়েছেন। ডোর টু ডোর ভিজিটের ফলে জানা গেছে এমন অনেক বহুতল রয়েছে যেগুলি ৩ তলার প্ল্যান পৌরসভা থেকে স্যাংশন করে ৫ তলা বা তার চেয়েও বেশি বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, যা প্রকৃতপক্ষে বেআইনি।
ঠকে যাচ্ছেন ক্রেতারাও। ফ্ল্যাট বিক্রেতারা পৌরসভার অনুমোদন করা প্ল্যান ক্রেতাদেরকে দেখাচ্ছেন ঠিকই, কিন্তু তা প্রকৃতপক্ষে ভুয়ো। ফলে বহু ক্রেতাই নিশ্চিন্তে ফ্ল্যাট কিনে বসবাস করার বেশ কিছুদিন পর সমস্যায় পড়ছেন। একাধিক আইনি জটিলতার মুখোমুখি দাঁড়াতে হচ্ছে তাদের। বাধার মুখে পড়ছেন পৌরসভা কর্মীরাও। তাই এই সমস্যা গুলিকে মেটানোর জন্য পোর্টাল তৈরি করে তাতে বিল্ডিং সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা কর্তারা। খুব সহজেই পোর্টালের চেক করে ফ্ল্যাট কিনতে পারবেন। এই পোর্টাল চালু হলে ক্রেতাদেরকে বেআইনি অংশে ফ্ল্যাট বিক্রি করতে পারবেনা কোন বিক্রেতা।