নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের তরফ থেকে রাজ্যের সাধারণ নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। সরকারি সেই সকল প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। তবে এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি। যদিও এই সকল প্রকল্পকে পিছনে ফেলে এখন আরও জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে অন্য একটি প্রকল্প।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্রকল্পটি ইদানিং জনপ্রিয়তা করতে শুরু করেছে সেই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পড়ুয়াদের টাকা দেওয়া হচ্ছে। মেধাবী হোক অথবা কম মেধাবী, উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান ধরনের স্কলারশিপ (Scholarship) দেওয়া হয়ে থাকে। সেই সকল স্কলারশিপের মধ্য দিয়ে রাজ্যের হাজার হাজার পড়ুয়াদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়।
ঠিক সেই রকমই যে প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের পড়ুয়াদের ৩৩ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে সেই প্রকল্পটির নাম ঐক্যশ্রী প্রকল্প বা কলারশিপ (AIKYASHREE SCHOLARSHIP)। তবে এই স্কলারশিপের সুবিধা রাজ্যের সব পড়ুয়ারা পাবে না। এই স্কলারশিপের সুবিধা পাবে সেই সকল পড়ুয়ারা যারা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন অথবা শিখ ধর্মাবলম্বীর।
এই সকল ধর্মাবলম্বীর প্রথম শ্রেণী থেকে শুরু করে রিসার্চ লেভেলের পড়ুয়ারা পর্যন্ত এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবেন। ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়ার জন্য তিনটি ভাগ করা হয়েছে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ও মেরিট কাম মিনস, এই তিন ভাগে পড়ুয়াদের টাকা দেওয়া হয়ে থাকে। আবেদন অনুযায়ী পড়ুয়ারা ১১০০ টাকা থেকে শুরু করে ৩৩ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান।
রাজ্য সরকারের এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য wbmdfcscholarship.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। যদি প্রথমবার আবেদন করা হয় তাহলে রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি আবেদন আগেই করা হয়েছে তাহলে পরবর্তী বছরগুলিতে আবেদনের সময় রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। এর পাশাপাশি এই ওয়েবসাইট থেকেই দেখে নেওয়া যাবে আপনার আবেদনের স্থিতি কোথায় রয়েছে।
রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে গত বছর পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের ৩০ জুন ২০২৩ এর মধ্যে রিনিউয়াল করতে হবে।