Sleeping Time in Train: ৯ ঘন্টার বদলে ৮ ঘন্টা! জানুন ট্রেনের এসি, স্লিপার কোচে ঘুমানোর সঠিক সময়

Antara Nag

Published on:

Know about correct sleeping time in AC, sleeper coach of train: কর্মক্ষেত্র হোক বা ভ্রমণ ভারতীয় রেল পরিবহন ব্যবস্থার কোন তুলনা হয় না। যতই দিন এগোচ্ছে ততই ভারতীয় রেল পরিবহন ব্যবস্থা উন্নত হয়ে চলেছে। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য দ্রুততম উপায় হিসেবে প্রথমে ট্রেনকেই বেছে নেয়। যার ফলে ভারতীয় রেল ব্যবস্থায় একের পর এক আনা হচ্ছে নতুন সংযোজন। এবার ভারতীয় রেল পরিবহন ব্যবস্থার ঘুম সংক্রান্ত (Sleeping Time in Train) এক ঘোষনা জারি করেছে।

শুধুমাত্র লোকাল ট্রেন নয়, দূরপাল্লার ট্রেনেও প্রতিনিয়ত বাড়ছে মানুষের ভিড়। দূরে কোথাও ভ্রমণ করতে বা কোন কর্মসূত্রে দূরে কোথাও পাড়ি দেওয়ার জন্য সকলেই নিরাপদ যানবাহন হিসেবে ট্রেনকেই বেছে নেয়। তাই বর্তমানে দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তার জন্য আনা হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম। যেহেতু অনেক দূরের যাত্রা হলে দূরপাল্লার ট্রেনে মানুষ আরাম করে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘুমানো (Sleeping Time in Train) পর্যন্ত সেরে ফেলতে পারেন, তাই মানুষ বেশি করে দূরপাল্লার ট্রেনকেই পছন্দ করেন দূরে যাওয়ার জন্য।

এবার দূরপাল্লার ট্রেনে যাত্রীদের ঘুম নিয়ে আনা হল এক নতুন নিয়ম। পূর্বে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা রাত ৯টা থেকে টানা ভোর ৬টা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাতে পারতেন। মোট ঘুমানোর সময় দাঁড়াতো ৯ ঘন্টা। এই ঘুমানোর সময়সীমা বর্তমানে কমিয়ে ৮ ঘন্টা করা হয়েছে। যার ফলে যাত্রীরা এখন রাত ১০টা থেকে টানা ভোর ৬টা পর্যন্ত ঘুমাতে পারেন।

আরও পড়ুন 👉 Interesting Places of Kolkata: সময় পেলেই ঘুরে আসুন কলকাতার ৪ জায়গা! মন জুড়িয়ে যাবে গ্যারান্টি

অনেকেই অবাক হবেন যে, কেন হঠাৎ ঘুম নিয়েই এই নতুন নির্দেশ আনা হলো। আসলে দূরপাল্লার ট্রেন গুলিতে তিনটি বার্থ থাকে সবচেয়ে নিচে যেটা থাকে সেটি হল লোয়ার বার্থ। মাঝখানেরটা মিডিল বার্থ এবং একদম উপরে থাকে আপার বার্থ। যখন মিডিল বার্থে যাত্রী শুতে যান তখন না চাইলেও লোহার বার্থের যাত্রীদের বাধ্যতামূলক শুতেই হবে। নতুবা বসতে গেলে তাদের মাথায় গিয়ে মিডিল বার্থ আটকাবে। তাই লোয়ার বার্থের যাত্রীরা বহুদিন ধরেই অভিযোগ আনছেন যে রাত ৯টা বাজতে না বাজতেই মিডিল বার্থের যাত্রীরা শোয়ার (Sleeping Time in Train) জন্য তড়িঘড়ি শুরু করেন। যার ফলে লোহার বার্থের যাত্রীদের বসতে অসুবিধা হয়।

যেহেতু দূরপাল্লার ট্রেনে করে সকলেই অনেকটা দূর পথ যাত্রা করেন, তাই প্রত্যেকের আরামের দায়িত্বই রেল পরিবহনের। সেই জন্যই এই ঘুমের সময় (Sleeping Time in Train) এক ঘন্টা কমিয়ে রাত নটার পরিবর্তে রাত দশটা করে দেওয়া হয়েছে। এর ফলে লোয়ার বার্থের লোকজন নিশ্চিন্তে রাত দশটা অব্দি বসে যেতে পারবেন। এই নিয়ম মূলত যে সমস্ত ট্রেনে স্লিপার কোচ রয়েছে সেই সমস্ত ট্রেনের জন্যই আনা হয়েছে। নির্দেশ অনুযায়ী ভোর ছটায় মিডিল বার্থ নামিয়ে দিয়ে মিডিল বাডর্থের যাত্রীদের লোয়ার বার্থে বসে বাকি রাস্তা যেতে হবে।