Different Between Quilt-Blanket: শীতকাল মানেই লেপ কম্বল গায়ে দেওয়ার দিন, কিন্তু দুইয়ের পার্থক্য জানেন কি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Different Between Quilt-Blanket: ১২টি মাস নিয়ে ১টি বছর। আর এই ১টি বছরে পরিবর্তিত হয় ৬টি ঋতু। মূলত পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তিত হয়। প্রতি ২টি মাস নিয়ে গঠিত একটি ঋতু। আর সেই ৬টি ঋতুর মধ্যে প্রধান হল ৪টি ঋতু তা হলো গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত। গ্রীষ্মকালে যেমন কাঠফাটা গরম অনুভূত হয় শীতকালে তেমনি আবহাওয়া পরিবর্তনে ঘটে বিপরীত ক্রিয়া। আর এই শীতকাল মানেই লেপ-কম্বল মুড়ি দিয়ে দিন কাটানো। কিন্তু লেপ-কম্বল (Different Between Quilt-Blanket) যে আলাদা জিনিস তা অনেকেই জানেনা। তাই আজকের প্রতিবেদনে জানানো হলো লেপ ও কম্বলের পার্থক্য।

Advertisements

চলতি বছরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, কালীপূজা বিদায়ের সাথে সাথেই চারিদিকে লেগেছে হিমের পরশ। সকালে পরিলক্ষিত হচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ। সূর্যাস্তের পরই হালকা শীতে শিহরিত হচ্ছে শরীর। যার জন্য গায়ে দিতে হচ্ছে সোয়েটার, চাদর। তবে সোয়েটার চাদরে তো আর রাত্রিবেলা কাটেনা। তার জন্য আলমারি থেকে বেরিয়ে পড়েছে লেপ-কম্বল। কিন্তু অনেকের মনেই দ্বন্দ্ব রয়েছে কোনটা লেপ আর কোনটা কম্বল (Different Between Quilt-Blanket) তা নিয়ে। আর সেই দ্বন্দেরই সমাধান করা হয়েছে এই প্রতিবেদনে।

Advertisements

আরো পড়ুন: রাস্তায় বায়োডেটা হাতে নিয়ে দাঁড়িয়ে তরুণী, তাতে পাত্র চাই লিখে দিলেন জোড়া শর্ত

প্রথমে আমরা জানব লেপ কিভাবে তৈরি হয়। মূলত কাপড়ের মধ্যে তুলো ঢুকিয়ে সেলাই করে দেওয়া হয়। আর সেই গায়ে দেওয়ার জিনিসটিকে বলা হয় লেপ। সিন্থেটিক তুলো বা কার্পাস তুলো দিয়ে তৈরি করা হয় লেপ। তৈরি করার পর তা সেলাই করে দেওয়া হয়। যেহেতু লেপ তুলো দিয়ে তৈরি তাই লেপ কখনোই কাচা যায় না। লেপে ওয়ার পড়ানো যায়।

Advertisements

আরো পড়ুন: কোটি কোটি টাকা মাত্র ২০ বছর বয়সে, কে এই মডেল

অন্যদিকে কম্বল তৈরি হয় উষ্ণ, মখমল কাপড় দিয়ে। এছাড়াও ভেড়ার লোম দিয়ে তৈরি হয় কম্বল। যা হল একটি নরম কাঁথা বিশেষ। মূলত বুনে তৈরি করা হয় কম্বল। তবে কম্বলে কখনো ওয়ার ব্যবহার করা হয় না। ফলে কম্বলকে সাবধানতা অবলম্বন করে কাচা যায়। তাহলে বুঝতে পারলেন লেপ ও কম্বল (Different Between Quilt-Blanket) কিন্তু এক জিনিস নয়। দুটোই আলাদাভাবে তৈরি হয়।

প্রসঙ্গত শীত ঋতুতে ব্যবহার করা হয় লেপ-কম্বল। ঠান্ডা পড়লেই প্রত্যেক বাড়িতে লেপ-কম্বল ব্যবহার করা হয়। যা মূলত শরীর গরম রাখে। এই লেপ ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে শরীরে ঠান্ডা লাগে না। ঘুম ভালো হয়। কিন্তু এই ২ জিনিস ব্যবহার করলেও অনেকে এই দুইয়ের পার্থক্য (Different Between Quilt-Blanket) জানতো না। তবে আজকের এই প্রতিবেদন পড়ে নিশ্চয়ই পার্থক্য করতে পারবেন লেপ ও কম্বলের। দেখুন তো ঠিকঠাক চিনতে পারছেন কিনা।

Advertisements