Advertisements

World Richest Beggar: ইনিই হলেন বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি, বাড়ি ভারতেই

Prosun Kanti Das

Published on:

Know about the richest beggar in the world: প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট বয়সে স্বাবলম্বী ভাবে জীবন কাটানোর জন্য অর্থ উপার্জন করতে প্রস্তুত হন। বিশেষত আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের উপরে থাকে সংসার প্রতিপালনের ভার। যদিও আধুনিক কালে নারীরাও স্বাবলম্বী ভাবে নিজের ও নিজের পরিবারের সমস্ত খরচ বহন করতে সক্ষম। তবে আজও এমন বহু অসহায় মানুষ আছেন যারা ভাগ্যের ফেরে বাধ্য হয়ে ভিক্ষাকে নিজের কাজ হিসাবে গ্রহণ করেছেন। তবে আপনি কি জানেন বিশ্বের সবথেকে ধনী ভিক্ষুক (World Richest Beggar) বাস করেন আমাদের ভারতেই।

Advertisements

অর্থ উপার্জন করতে গেলে প্রত্যেক মানুষকেই নিজের সামর্থ্য মতো যে কোনো কাজ খুঁজে নিতে হয়। নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে হয় ধনী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তবে ভিক্ষা করেও কি ধনী হওয়া সম্ভব? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই একজন ভিক্ষাজীবি ধনী (World Richest Beggar) ব্যক্তি বাস করেন আমাদের ভারতে। যার সম্পত্তির অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

Advertisements

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের (World Richest Beggar) নাম হলো ভরত জৈন। তিনি বাস করেন মুম্বাইতে। ভারতের মুম্বাই এর ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং আজাদ ময়দানে ভিক্ষা করেন তিনি। স্ত্রী, দুই ছেলে, এক ভাই এবং বাবাকে নিয়ে বাস করেন তিনি। মুম্বাইতে ১.২০ কোটি টাকার বাড়িতে থাকেন তিনি। তার সন্তানরা আবার পড়াশোনা করেন কনভেট স্কুলে।

Advertisements

আরও পড়ুন ? Beggar free India: থাকবে না কোনো ভিখারি, বড় পরিকল্পনা কেন্দ্রের, বাছা হল এই ৩০টি শহর

প্রতি মাসে তিনি ভিক্ষা করে উপার্জন করেন প্রায় ৭৫ হাজার টাকা। তার দৈনিক গড় আয় ২৫০০ টাকা। তার বার্ষিক আয়ের অঙ্ক শুনলে আপনাকে চমকাতে হবেই। তিনি বছরে উপার্জন করেন ৯ কোটি টাকা। বলাই বাহুল্য তিনি ভিক্ষা করে যে পরিমাণ অর্থ উপার্জন করেন তা অনেক শ্রমজীবী মানুষ সারা বছর পরিশ্রম করেও উপার্জন করতে পারেন না।

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক (World Richest Beggar) অর্থাৎ ভরত জৈন এর মোট সম্পত্তির মূল্য ১০ লক্ষ্য ডলাদের ও বেশি। অর্থাৎ তার এই সম্পত্তির পরিমাণ ৮.৫০ কোটি টাকা। ভিক্ষা ছাড়াও ব্যবসা করেও আয় করেন তিনি। থানেতে তার দুটি দোকান আছে, যেখান থেকে মাসিক ৫০ হাজার টাকা ভাড়া পান। এই দোকান গুলির মূল্যও কোটি টাকা। এছাড়াও পুনেতে তার বাড়ি আছে, যা থেকে তিনি বাড়ি ভাড়া পান।

Advertisements