Beggar free India: থাকবে না কোনো ভিখারি, বড় পরিকল্পনা কেন্দ্রের, বাছা হল এই ৩০টি শহর

নিজস্ব প্রতিবেদন : অনেকেই রয়েছেন যারা নিজেদের পেশা হিসাবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেয়। যারা এই পেশার সঙ্গে যুক্ত থাকেন তাদের ভিখারি বা ভিক্ষুক (Beggar) বলা হয়। আবার এই পেশার সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের অনেকেই অভাবে, আবার অনেকেই স্বভাবে এই পেশা বেছে থাকেন। তবে এসবের মধ্যেই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে ভিখারি মুক্ত ভারত (Beggar free India) গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিশ্বের উন্নত বহু দেশ রয়েছে যে সকল দেশে ভিক্ষাবৃত্তি পেশার সঙ্গে যুক্ত মানুষ খুঁজে পাওয়া যায় না। একসময় সেই সকল দেশেও এমন পেশার সঙ্গে যুক্ত মানুষরা ছিলেন। কিন্তু পরবর্তীতে সরকারের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করে তাদের সমাজের মূল স্রোতে ফেরানো হয়েছে। ঠিক একইভাবে মোদি সরকারের তরফ থেকেও এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর জন্য আপাতত ৩০ টি শহরকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

গোটা দেশে না হলেও যে ৩০ টি শহরকে বেছে নেওয়া হয়েছে, সেই ৩০ টি শহরকে ২০২৬ সালের মধ্যেই ভিখারি মুক্ত এলাকা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। যে ৩০ টি শহর বেছে নেওয়া হয়েছে সেই ৩০টি শহরের মধ্যে কোনোটি রয়েছে ধর্মীয়, ঐতিহাসিক আবার কোনটি রয়েছে পর্যটনের দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। তবে ভিখারি মুক্ত ভারত গড়ে তোলার জন্য ভিক্ষুকদের উচ্ছেদ করা হবে এমন নয়, বরং তাদের কল্যাণের জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আরও পড়ুন 👉 Chanakya Niti: পথের ভিখারি হতে না চাইলে কখনোই করবেন না এই ৫ কাজ! সতর্ক করেছেন চাণক্য

কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের তরফ থেকে সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইসেস নামে একটি প্রকল্পের মাধ্যমে এমন কল্যাণকর কাজগুলি করা হবে। এই কাজের জন্য সরকারের এই দপ্তরের তরফ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চিহ্নিত করার কাজ চালানো হবে, কোথায় বেশি সংখ্যক ভিক্ষুকদের ভিড় রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় একটি পোর্টাল ও মোবাইল অ্যাপ চালু করা হবে।

এই প্রকল্পের মধ্য দিয়ে ভিক্ষুকদের পুনর্বাসন থেকে শুরু করে বিভিন্ন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এর পাশাপাশি ভিক্ষুকদের কাছে জিজ্ঞেস করা হবে তারা ভিক্ষাবৃত্তির উপরই নির্ভরশীল হয়ে থাকতে চান নাকি অন্য কাজ করতে চান? ভিক্ষুকদের ইচ্ছের উপর অন্য পেশার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং পড়াশোনা করানো হবে। ভিখারি মুক্ত ভারত গড়ে তোলার জন্য আপাতত যে সকল শহর বেছে নেওয়া হয়েছে সেগুলি হল অযোধ্যা, কাংরা, ওঙ্কারেশ্বর, উজ্জয়িন, সোমনাথ, পাভাগাধ, ত্রিমবাকেশ্বর, বোধগয়া, গুয়াহাটি, মাদুরাই, বিজয়ওয়াড়া, কেভাদিয়া, শ্রী নগর, নামসাই, কুশিনগর, সাঁচি, খাজুরাহো, জয়সলমের, তিরুবনন্তপূরম, পুদুচেরি, অমৃতসর, উদয়পুর, ওয়ারাঙ্গল, কটক, ইন্দোর, কোঝিকোড়ে, মাইসুরু, পঞ্চকুলা, সিমলা ও তেজপুর। তবে কেন্দ্রের এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য বেছে নেওয়া এই সকল শহরের মধ্যে কাংরা, কটক, উদয়পুর এবং কুশিনগর এখনও সায় দেয়নি। অন্যদিকে সাঁচি জানিয়েছে, তাদের শহরে কোনো ভিখারি নেই।