বিল পেমেন্ট করার ক্ষেত্রে নয়া ব্যবস্থা, কার্ড ব্যবহারকারীদের দারুণ সুবিধা দিচ্ছে SBI

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের কোটি কোটি মানুষ এই ব্যাংকের গ্রাহক। এই ব্যাংকের অজস্র গ্রাহক প্রতিদিন তাদের এটিএম কার্ড ব্যবহার করে থাকেন বিভিন্ন শপিং মল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিল পেমেন্ট করার জন্য। এবার এই সকল গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আনা হয়েছে কন্টাক্টলেস ডেবিট কার্ড। এই ধরনের ডেবিট কার্ড আসার ফলে এবার গ্রাহকদের শপিংমল অথবা রেস্তোরাঁয় বিল পেমেন্ট করার সময় পিন দিতে হবে না। এর পাশাপাশি এই ধরনের কার্ড ব্যবহার করে ভারত তথা বিশ্বের যে কোন জায়গা থেকেই অনলাইনে পেমেন্ট করা যাবে।

এই পরিষেবা চালু হওয়ার ফলে এখন থেকে গ্রাহকদের PoS মেশিনে কার্ড প্রবেশ করানোর প্রয়োজন নেই। পাশাপাশি পিন দেওয়ারও কোন প্রয়োজন হবে না। কার্ড মেশিনের কাছে নিয়ে গেলেই পেমেন্ট হয়ে যাবে। এর ফলে কার্ড ভুলে আসার মতো ঘটনা অথবা পেমেন্ট করার সময় পিন চুরি হয়ে যাওয়ার মতো আশঙ্কা থাকবে না।

এই ধরনের কন্টাক্টলেস কার্ড পাওয়ার জন্য গ্রাহকরা আবেদন করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিং, SBI ক্যুইক অ্যাপ, YONO লাইট ও SMS-র মাধ্যমে। এছাড়াও ব্যাংকের শাখায় গিয়েও আবেদন করা যাবে। পাশাপাশি গ্রাহকরা YONO অ্যাপের মাধ্যমে এই পরিষেবা কন্ট্রোল করতে পারবেন। অ্যাপের মধ্যে থাকা Manage Card অপশন থেকে NFC Enable/ Disable ON – OFF করা যাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সকল গ্রাহকদের গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড রয়েছে তারা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০৯২২৩৯৬৬৬৬৬ নম্বরে SMS করতে পারেন কন্ট্যাক্টলেস লেনদেন চালু করতে। সেই SMS এ লিখতে হবে SWON NFC ডেবিট কার্ডের শেষ ৫ টি সংখ্যা।