History of Indian Railway Stations: কবে প্রথম ট্রেন চলেছিল ভারতে! দেশের সবচেয়ে পুরাতন রেলস্টেশন কোনটি! জানতে অধিকাংশরাই এখন গুগলে ঘাঁটছেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about some history of Indian Railway stations: ব্রিটিশ ভারতের ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি ব্রিটিশ শাসকরা তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সুবিধার্থে ভারতের বুকে স্থাপন করেছিল রেলপথ। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল ভারতের মাটিতে প্রথম গড়ায় রেলের চাকা। এরপর থেকে এই রেল ক্রমাগত জড়িয়ে পড়ে ভারতীয়দের জীবনের সঙ্গে। ভারতের প্রথম ট্রেন ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যর পথে যাত্রা করেছিল মুম্বইয়ের বোরি বন্দর থেকে থানে পর্যন্ত। তবে ভারতের বুকে এমন একটি স্টেশন আছে যাকে ভারতের সব থেকে পুরনো রেল স্টেশন বলে চিহ্নিত করা হয়। ১৬৬ বছর আগে তৈরি হওয়া এই স্টেশনটি তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইয়ের রয়াপুরমে।

Advertisements

ইতিহাস (History of Indian Railway Stations ) বলছে ১৮৪৯ সালে ব্রিটিশ শাসকদের তত্বাবধানে মাদ্রাজ রেলওয়ে কোম্পানি পুনর্গঠনের কাজ সম্পন্ন হয় এবং দক্ষিণ ভারতে নতুন রেলপথ তৈরির কাজ শুরু হয়। ফোর্ট সেন্ট জর্জের কাছে ব্রিটিশ ব্যবসায়ীদের বসতির কারণে রয়াপুরমে স্টেশন তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে সাদার্ন লাইনের কাজ শুরু হয় ১৮৫৩ সালে। ১৮৫৬ সালের ২৮ জুন রয়াপুরম রেলস্টেশনকে মূল টার্মিনাস হিসেবে চালু করেছিলেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হ্যারিস। এরপর ১৮৫৬ সালের ১ জুলাই দক্ষিণ ভারতের প্রথম রেললাইন চালু হয়েছিল।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways: বদলে ফেলা হচ্ছে দেশনায়ক নেতাজি সম্পর্কিত এই রেলস্টেশন! ৩০৩ কোটি টাকা খরচ করছে রেল

মাদ্রাজ রেলের সদর দপ্তর হয়ে উঠেছিল রয়াপুরম রেলস্টেশন। ১৮৫৬ সালের ১ জুলাই রয়াপুরম রেলস্টেশন থেকে প্রথম যাত্রিবাহী ট্রেন ৯৭ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছেছিল ওয়ালজাহতে। সিম্পসন অ্যান্ড কোম্পানি এই ট্রেনের নির্মাণের দায়িত্বে ছিল। যাত্রীবাহী প্রথম এই ট্রেনটিতে যাত্রা করেছিলেন গভর্নর লর্ড হ্যারিস এবং প্রায় ৩০০ জন ইউরোপীয়। শুধুমাত্র এই একটি নয়, এই একই দিনে রয়াপুরম রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছিল আরও একটি ট্রেন। সেই ট্রেনটি পৌঁছে গিয়েছিল তিরুভাল্লুরে।

Advertisements

রয়াপুরম রেলস্টেশনটি ১৯২২ সাল পর্যন্ত মাদ্রাজ এবং সাদার্ন মাহরাট্টা রেলের সদর দফতর ছিল। তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার কর্তৃক স্থপতি উইলিয়াম অ্যাডেলফি ট্রেসিকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই রেল স্টেশনের ডিজাইন তৈরি করার জন্য। এরপর ২০০৫ সালে ভারতীয় রেলওয়ের তত্বাবধানে এই রেল স্টেশনের পুরনো ডিজাইন অটুট রেখে স্টেশনটিকে সংস্কার করা হয়। বর্তমানেও এই রেল স্টেশন (History of Indian Railway Stations ) ভারতের রেল যাত্রার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় হয়ে আছে।

Advertisements