Poonam Pandey Property: ৩২ বছরেই কামিয়েছেন কোটি কোটি টাকা! কীভাবে? কত সম্পত্তি রেখে গেলেন পুনম পান্ডে

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা দেশ তোলপাড় পুনম পান্ডের (Poonam Pandey) মৃত্যুর খবরে। তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেই তার মৃত্যুর খবর জানানো হয়। যেখানে দাবি করা হয় সার্ভাইক্যাল ক্যান্সারে মৃত্যু হয়েছে তার। যদিও তার মৃত্যু এখন বড় রহস্যে পরিণত হয়েছে। অন্যদিকে আচমকা এইভাবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়া এবং ট্রেন্ডিংয়ে আসার পর পুনম পান্ডের সম্পত্তি (Poonam Pandey Property) নিয়েও বহু মানুষের মধ্যে তৈরি হচ্ছে নানান কৌতুহল।

অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন থাকলেও পুনম পান্ডের পক্ষে তা সম্ভব হয়নি। তিনি মূলত বি গ্রেড ও সি গ্রেড ছবিতে অভিনয় করতেন। এর পাশাপাশি রিয়েলিটি শো এবং মডেলিংয়ের জন্য তার ব্যাপক খ্যাতি ছিল। সিনেমা, টিভি, মডেলিং ইত্যাদির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ কামানোর পাশাপাশি তিনি বিপুল পরিমাণ টাকা কামিয়েছেন ম্যাগাজিন থেকেও। ম্যাগাজিনে ফটোশুটের মাধ্যমে তিনি টাকা রোজগার করতেন।

এসব ছাড়াও পুনম পান্ডের রোজগারের আরও একটি বড় মাধ্যম হলো অ্যাপ। তিনি নিজের জন্য একটি অ্যাপ তৈরি করেছিলেন এবং সেই অ্যাপ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। যেখান থেকেও তিনি বিপুল পরিমাণ অর্থ রোজগার করতেন। এছাড়াও বিভিন্ন প্রোমোশন ভিডিও শুট, বিজ্ঞাপন ইত্যাদি থেকেও প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করতেন পুনম পান্ডে।

আরও পড়ুন 👉 Poonam Pandey death mystery: বেঁচে আছেন পুনম পান্ডে? বিতর্কিত মডেলের মৃত্যর খবর ঘিরে ৭ প্রশ্ন

পুনম পান্ডের ভালোবাসার যে সকল জিনিস ছিল তার মধ্যে অন্যতম হলো বিলাসবহুল গাড়ি। তিনি বিলাসবহুল গাড়িতে চড়তে ভালোবাসতেন এবং তা ছিল তার গ্যারেজেও। এছাড়াও তিনি বসবাস করতেন মুম্বাইয়ের একটি দামি এলাকায়। পুনম পান্ডের জীবনে নানান বিতর্ক থাকলেও তিনি কিন্তু মাত্র ৩২ বছর বয়সেই কোটি কোটি টাকা রোজগার করেছেন। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকার বেশি।

পুনম পান্ডে যে সকল সিনেমাগুলি থেকে ভালো রোজগার করেছেন সেগুলি হল নাশা, লাভ কি প্যাশন, মালিনী অ্যান্ড কোম্পানি, আ গায়া হিরো, দ্য জার্নি অফ কর্মের মতো ছবি। তিনি বিগ বসে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও অল্ট বালাজির লকআপ রিয়েলিটি শো থেকেও প্রতি সপ্তাহে তিন লক্ষ টাকা করে রোজগার করতেন। জানা যাচ্ছে পুনম পান্ডের বাড়িতে তিন জন রাঁধুনি ছিলেন। যারা তার এবং তার কর্মীদের রান্নার কাজ করতেন।