Investing in FD: FD করার জন্য লাফান! কিন্তু রয়েছে এই ৬ সমস্যা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Check out six issues before making a fixed deposit: মানুষ সবসময় তার পরিশ্রমের টাকা উপযুক্ত জায়গায় বিনিয়োগ করতে চায়। যেখানে তার টাকা সুরক্ষিত থাকবে এবং ভালো রিটার্ন পাওয়া যাবে। সম্প্রতি যারা বিনিয়োগ করে তাদের জন্য এফডি (Investing in FD) হলো সব থেকে জনপ্রিয় বিনিয়োগ বিকল্প। বিভিন্ন মানুষ আজকাল এখানে বিনিয়োগ করে। বিশেষ করে ভারতীয়দের জন্য ফিক্সড ডিপোজিট হলো একটি হল সুরক্ষিত এবং সুনিশ্চিত বিনিয়োগ বিকল্প। বিগত বছরের মে মাস থেকে ক্রমবর্ধমান সুদের হার এফডি-কে একটি দুর্দান্ত বিনিয়োগের বিকল্প করে তুলেছে।

Advertisements

বিশেষজ্ঞরা বলেছেন যে, ফিক্সড ডিপোজিট হলো একটি সুনিশ্চিত বিনিয়োগ (Investing in FD)। বিভিন্ন মানুষ একে পছন্দ করলেও এটি সম্পূর্ণভাবে ত্রুটিবিহীন নয়। এফডি-তে কিন্তু বেশ কিছু ত্রুটিও রয়েছে। ফলে একজন বিনিয়োগকারী হিসাবে আপনি বিনিয়োগ করার আগে এই বিষয় অবশ্যই জেনে নিন।

Advertisements

জেনে নিন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের (Investing in FD) ছটি সমস্যার কথা। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল কর বা ট্যাক্স। সাধারণত, ফিক্সড ডিপোজিটের রিটার্নের উপর আয়কর নেওয়া হয়ে থাকে। আপনাকে কিন্তু সুদের হারের উপর নির্দিষ্ট পরিমাণ আয়কর দিতে হবে। ফলে ফিক্সড ডিপোজিট থেকে আপনার সামগ্রিক রিটার্ন হ্রাস পায়। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল, একবার ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে আমানতের মেয়াদের জন্য কিন্তু আপনার টাকা লক হয়ে যায়। সেই কারণে আপনি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট টাকা তুলতে পারবেন না।

Advertisements

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের (Investing in FD) একটি অন্যতম সমস্যা হল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ একটি সুরক্ষিত বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। কিন্তু যদি কোনো কারণে ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। আরো একটি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ তা হল, একটি বিনিয়োগের রিটার্ন কিন্তু সর্বদা মূদ্রাস্ফীতির হারের থেকে বেশি হওয়া উচিত। একটি ফিক্সড ডিপোজিটের সুদের হার কিন্তু বেশিরভাগ পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির হারের চেয়ে অনেক কম থাকে। মূদ্রাস্ফীতি সুদের হারের থেকে বেশি হলে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা ভালো বিকল্প হয় না।

ছটি সমস্যার মধ্যে এটি হল আরো একটি সমস্যা। ফিক্সড ডিপোজিট (FD)-এ বিনিয়োগের আরো একটি সমস্যা হল নির্দিষ্ট সুদের হার। যখন আপনি একটি ফিক্সড ডিপোজিট (FD)-এ বিনিয়োগ করেন তখন সেই সময় যেরকম সুদের হার থাকে আপনি সেইরকম সম্পূর্ণ মেয়াদে সুদ পেয়ে থাকেন। এছাড়া আরো একটি সমস্যা হল, ফিক্সড ডিপোজিট (FD)-তে বিনিয়োগের একটি অন্যতম সমস্যা হল সুদের হার। এখানে একটি নির্দিষ্ট হারে সুদের অফার করা হয়। যা সম্ভবত অন্য বিনিয়োগ বিকল্প যেমন স্টক বা মিউচুয়াল ফান্ড-এর রিটার্নের চেয়ে অনেক কম।

Advertisements