Diwali Special Trains: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সহ কলকাতায় ঠাকুর দেখার উদ্দেশ্যে বা কেনাকাটার উদ্দেশ্যে শহরতলী থেকে প্রচুর মানুষের সমাগম হয়। যার ফলে নিত্য চালানো ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হয়ে থাকে। সেই ভিড় সামাল দেওয়ার জন্য পূর্ব রেল ঘোষণা করেছে, কালীপুজো এবং দীপাবলির জন্য শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত স্পেশাল ট্রেন (Diwali Special Trains) চালানো হবে। আগামী ৩১শে অক্টোবর ও ১লা নভেম্বর এই বিশেষ ট্রেনগুলো চালানো হবে। যার মাধ্যমে নিত্য ও উৎসবমুখো যাত্রীদের যাত্রা আরো সহজ করা হবে। উৎসবের সময়ে ট্রেনের চাহিদা বাড়ে, তাই যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শহর থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো যাত্রীদের সুবিধা দেবে।
৩১শে অক্টোবর শিয়ালদহ থেকে ডানকুনির জন্য একটি EMU স্পেশাল ট্রেন রাত ১১:৩০ টায় ছেড়ে যাবে। এই স্পেশাল ট্রেন (Diwali Special Trains) যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা নিয়ে আসবে, যা ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক করবে। ফিরতি ট্রেনটি ১লা নভেম্বর রাত ১২:২৫ টায় ডানকুনি থেকে শিয়ালদহে আসবে। অতিরিক্ত ট্রেনের পাশাপাশি, বেশি রাতের ট্রেন হওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
আরো পড়ুন: মেট্রোর তরফ থেকে দেওয়া হল বড় আপডেট, আদৌ কি চালু হবে হাওড়া-সল্টলেক মেট্রো
এছাড়াও, শিয়ালদহ থেকে রানাঘাটের জন্য ৩১শে অক্টোবর একটি স্পেশাল ট্রেন চলবে। যেটি রাত ১২:৪০ টায় শিয়ালদহ থেকে ছেড়ে গিয়ে রাত ২:৩০টায় রানাঘাট পৌঁছাবে। এই স্পেশাল ট্রেনগুলি (Diwali Special Trains) আরও দ্রুততার সাথে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। ফিরতি পথে, রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে, যা রাত ১:৪০ টায় শিয়ালদহ পৌঁছাবে। এই ট্রেনটিতেও অতিরিক্ত যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা থাকবে।
আরো পড়ুন: যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া কদম সরকারের, কোথায় কোথায় মিলবে এই নতুন পরিষেবা
এখানেই শেষ নয়, স্পেশাল ট্রেনের (Diwali Special Trains) আয়োজন ১লা নভেম্বরের জন্যও রয়েছে। শিয়ালদহ থেকে বারুইপুর এবং বারাসাতের জন্য অতিরিক্ত ট্রেন চালানো হবে। বারুইপুরের ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছাড়বে এবং বারাসাতের ট্রেনটি রাত ১২:১০ টায় শিয়ালদহ থেকে বের হবে। এই ট্রেনগুলো যাত্রীদের জন্য আরও সুযোগ তৈরি করবে, যাতে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বারাসাতে ধুমধাম করে কালী পুজো অনুষ্ঠিত হওয়ায় এই সময়ে বারাসাতগামী আপ ও ডাউন ট্রেনগুলিতে প্রচণ্ড ভিড় হয়।
পূর্ব রেল কর্তৃপক্ষের এই উদ্যোগ স্পেশাল ট্রেন (Diwali Special Trains) চালানোর মাধ্যমে যাত্রীদের যাত্রাকে আরো সাশ্রয়ী এবং আরামদায়ক করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উৎসবের সময়ে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ প্রশংসনীয়। এবারের কালীপুজো ও দীপাবলিতে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে এই ট্রেনগুলো।