Best LIC policies: ভবিষ্যৎ নিয়ে চিন্তার দিন শেষ! LIC-র এই দুই স্কিম মানেই নিশ্চিন্ত

Know about the two best policies of LIC: ভবিষ্যতের জন্য নিজের উপার্জিত অর্থ অনেকের সঞ্চয় করে থাকেন। এতে ভবিষ্যৎ সুরক্ষিত হয় এবং যেকোনো সমস্যাতে নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু কোথায় বিনিয়োগ করলে তার সঠিক হবে সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। যার ফলে ভুল জায়গায় বিনিয়োগ করে লোকসানের সম্মুখীন হয়েছে এমন মানুষ বহু রয়েছে। এইরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে বিনিয়োগ করতে পারেন এলআইসিতে। যার ভরসাযোগ্য বিভিন্ন স্কিম (Best LIC policies) আপনাকে ভবিষ্যতের জন্য সুরক্ষা প্রদান করবে।

এখানে আপনি পেয়ে যাবেন সরকার সমর্থিত পলিসি, ফলে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি ভারতীয় জীবন বীমা নিগামে সুদের হারও ভাল। এইসব বিভিন্ন কারণের জন্য ভারতীয়রা এলআইসিকেই তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে। এখানে এলআইসি-র সেরা ২টি পলিসি (Best LIC policies) দেখে নেওয়া যাক।

এলআইসি জীবন উমঙ্গ: এলআইসির এই বিশ্বাসযোগ্য পলিসিতে (Best LIC policies) আপনি যেমন পাবেন দুর্দান্ত রিটার্ন পাশাপাশি পেয়ে যাবেন আজীবন বিমা সুরক্ষা। আপনার পলিসির এটাই হল মূল বৈশিষ্ট্য। প্রিমিয়াম প্রদান পর্ব শেষ হওয়ার পর ম্যাচিউরিটির আগে পর্যন্ত সারভাইভাল বেনিফিটও দেওয়া হয়। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে পেয়ে যাবেন ডেথ বেনিফিট। আরো সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হল অতিরিক্ত কভারেজের জন্য বিভিন্ন রাইডার। যারা চাকরিজীবী তাদের জন্য বেতন থেকে প্রিমিয়াম কেটে নেওয়ার সুবিধা রয়েছে। এই পলিসি কিন্তু সম্পূর্ণ করছাড়যুক্ত। জীবন উমঙ্গ পলিসিতে ডেথ বেনিফিট, সারভাইভাল বেনিফিট, ম্যাচিউরিটি বেনিফিট এবং রাইডার বেনিফিট পাওয়া যায়।

আরও পড়ুন 👉 LIC Index Plus Plan: ইনসিওরেন্স কভারেজের সঙ্গে মোটা টাকা রিটার্ন! এসে গেল LIC-র নতুন আকর্ষণীয় প্ল্যান

এলআইসি এসআইআইপি প্ল্যান: এটি হলো এলআইসির আরো একটি উল্লেখযোগ্য স্কিম (Best LIC policies)। এই প্ল্যানে একসঙ্গে দুটি সুবিধা আপনি পেতে পারেন যেমন, বাজার সংযুক্ত মোটা রিটার্নের এবং বিমা সুরক্ষা। অর্থাৎ আপনার কোন রকম দুর্ঘটনা ঘটলে আপনার পরিবার আর্থিক সাহায্য পাবে এই পলিসি মাধ্যমে। এই পলিসিতে সঞ্চয় করলে প্রিয়জনদের নিরাপত্তা বিষয়ে আর কোন চিন্তা থাকবে না। ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৪টি ফান্ড থেকে যে কোনও একটি বেছে নেওয়া যায়। কোনরকম খরচ ছাড়াই আপনি ফান্ড পরিবর্তন করতে পারবেন। আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সি এবং ১০ (১০ডি)-র আওতায় করছাড় পাওয়া যায়। জরুরি সময় আংশিক ফান্ড তোলা যায়। এই পলিসির মূল সুবিধা হল, পলিসি হোল্ডারকে প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ ডেথ বেনিফিট হিসেবে দেওয়া হয়। পলিসির মেয়াদ শেষে পুরো টাকা হাতে আসে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ পাওয়া যায়।

জীবন সুরক্ষিত করতে চাইলে এবং প্রিয়জনদের নিরাপত্তার কথা চিন্তা করলে অবশ্যই এলআইসির এই প্ল্যানগুলোতে আপনি বিনিয়োগ করতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা একান্ত প্রয়োজনীয়।