IPL 2024: এই দিন থেকে শুরু হতে পারে আইপিএল ২০২৪! সামনে এলো বড় তারিখ

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি এবং জনপ্রিয় লিগ হল আইপিএল (IPL)। ইতিমধ্যেই ২০২৪ সালের আইপিএল (IPL 2024) নিয়ে চারদিকে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। ইতিমধ্যেই চলতি বছরের আইপিএল-এর জন্য হয়ে গিয়েছে মিনি অকশন। যে মিনি অপশনে রীতিমতো ঝড় উঠতে দেখা গিয়েছিল। যেখানে দেখা গিয়েছিল প্রায় ২৫ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে মিচেল স্টার্ককে। ইনিই হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়।

২০২৪ সালের আইপিএল-এর জন্য ইতিমধ্যেই মিনি নিলামে একদলের খেলোয়াড় চলে গিয়েছেন অন্য দলে। দামি খেলোয়াড় থেকে কেউ পরিণত হয়েছেন কমদামি খেলোয়াড়ে, কেউ কেউ আবার পাকাপাকিভাবে বাদ পড়েছেন, আবার কেউ কেউ প্রত্যাশার বাইরে পেয়েছেন টাকা। কিন্তু এসবের মধ্যেই প্রশ্ন হল কবে শুরু হবে ২০২৪ সালের আইপিএল? জানিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা এবং একটি সম্ভাব্য তারিখ সামনে এসেছে।

২০২৪ সালের আইপিএল-এর পাশাপাশি এবার রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। আগামী জুন মাসে শুরু হবে এই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। জুন মাসে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আইপিএল-এর পাট চুকিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে। আর সেই সকল রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, এই বছর অর্থাৎ ১৭ তম আইপিএল মরসুম শুরু হতে পারে ২২ মার্চ এবং তা শেষ হবে ২৬ মে।

আরও পড়ুন 👉 IPL Auction 2024: লাভের বদলে লোকসান! এবার IPL-এ বড় ক্ষতি মণীশ থেকে শাহরুখ, ৫ ক্রিকেটারের

বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই মহিলা আইপিএল ২০২৪ আয়োজনের জন্য স্টকহোল্ডারদের সঙ্গে বিসিসিআইয়ের একটি আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টের দিন ধার্য করা হয়েছে। সেই অনুযায়ী এবার ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে মহিলা আইপিএল এবং তা শেষ হতে পারে ১৭ মার্চ। মহিলা আইপিএল শেষ হওয়ার ঠিক পাঁচ দিন পরেই শুরু হয়ে যাবে পুরুষদের আইপিএল।

যদিও বিসিসিআই এখনো পর্যন্ত এই বিষয়ে নিশ্চিতভাবে কোন সূচি প্রকাশ করেনি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ছাড়াও রয়েছে দেশে নির্বাচন। এই সকল সমস্ত বিষয় নিয়ে এখন শুরু হয়েছে চরম জল্পনা। যদিও বিসিসিআই আশা করছে সমস্ত সমস্যার সমাধান করে পুরো আইপিএল দেশের মাটিতেই আয়োজন করা সম্ভব হবে।