Gadgets Hacks: ফোন সুইচ অফ থাকলেও চিন্তা নেই! হারিয়ে যাওয়া বন্ধ স্মার্টফোন খুঁজে দেবে এই প্রযুক্তি

Know the Gadgets Hacks to find even if the smartphone is switched off: বাজারে আসতে চলেছে নতুন অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। টেকনোলজি কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই অপারেটিং সিস্টেমটি। ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে গেলে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা সমাধানের জন্য গুগল ফাইন্ড মাই ডিভাইসটি ব্যবহার করা যায়। কিন্তু, ফোনটি যদি গুগল একাউন্টের সাথে যুক্ত না থাকে বা ফোন সুইচ অফ থাকলে এই অ্যাপের দ্বারা কোন সাহায্য পাওয়া যায় না। সেই সমস্যা মেয়েটাতে মাঠে নেমে পড়েছে এন্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম (Gadgets Hacks)।

তথ্যসূত্রে জানা গেছে, এএন্ড্রয়েড ১৫ এর অপারটিং সিস্টেমে (Gadgets Hacks) একটি নতুন এপিআই থাকবে। যা আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করবে। মূলত অ্যান্ড্রয়েড ফোন বন্ধ করে দিলে তার ব্লুটুথ কন্ট্রোলার সেকশনও বন্ধ হয়ে যায়; আর তাই জন্য কোন ভাবেই ফোনে লোকেশন ট্র্যাক করা সম্ভব হয় না। এই পাওয়ার অফ ফাইন্ডিং ফিচারের উপরেই কাজ করছে গুগল।

নতুন এই ফিচার এর মাধ্যমে ব্লুটুথ কন্ট্রোলারের মেমোরিতে সেভ থাকবে কম্পিউটেড ব্লুটুথ স্টোর। ফোনটি কোনোভাবে সুইচ অফ হয়ে গেল নিকটবর্তী যে কোন অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে ফোনটির লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে। তবে, একটা বোতাম টিপলেই কাজ হয়ে যাবে এমন টাও নয়। এই সুবিধা পেতে গেলে প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে একটি আলাদা ব্লুটুথ কন্ট্রোলার চিপ বসাতে হবে। যাতে ফোনের সমস্ত পার্ট বন্ধ হয়ে গেলেও ব্লুটুথ কন্ট্রোলারে চার্জ থাকে এবং লোকেশন ট্র্যাক করতে সাহায্য করতে পারে (Gadgets Hacks)।

আরও পড়ুন 👉 Insurance Rules Change: LIC থেকে Tata, বদলে যাচ্ছে সব ইন্স্যুরেন্সের নিয়ম, সুবিধা বাড়বে গ্রাহকদের

এখন শুরুর দিকে শুধুমাত্র গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো স্মার্টফোনগুলোতেই এই সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম (Gadgets Hacks) যুক্ত যে কোন অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পেতে পারে সাধারণ মানুষ। গ্রাহকদের জন্য ফিচারস টি কার্যকরী হলেও, এটিকে তৈরি করতে বেশ চাপের মুখে পড়তে হবে অ্যান্ড্রয়েড কোম্পানিগুলিকে। কারণ, এর জন্য ব্লুটুথ ফাইন্ডার নামক আলাদা একটি হার্ডওয়ার অবস্ট্রাকশন লেয়ার বসাতে হবে ফোনে। এটি এমন একটি সিস্টেম যা প্রি কম্পিউটেড ব্লুটুথ স্টোর করতে এবং পাওয়ার অফ ফাইন্ডিং প্রক্রিয়াকে সক্রিয়ভাবে কাজ করতে অনুমতি দেবে।

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম (Gadgets Hacks) এই নতুন সুযোগ সুবিধা নিয়ে বাজারে আসতে চলেছে। এই ফিচার্স যুক্ত প্রথম অ্যান্ড্রয়েড ফোন হতে চলেছে গুগল পিক্সেল ৮। এছাড়া, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এই ফিচার থাকবে বলে জানা গেছে। এই অত্যাধুনিক ফিচারস যুক্ত অপারেটিং সিস্টেমটি কবে বাজারে আসে এখন শুধু তারাই অপেক্ষা।