Shoaib Divorced Sania: প্রথম স্ত্রী আয়েশাকে ডিভোর্স দিতে শোয়েবের খসেছিল ১৫ কোটি টাকা! সানিয়ার বেলায় কত!

নিজস্ব প্রতিবেদন : গত এক বছরের বেশি সময় ধরে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের (Shoaib Malik) ডিভোর্সের জল্পনা চলছিল। তবে এই জল্পনা চলার মাঝেও তাদের বিভিন্ন সময় একসঙ্গে দেখাও যাচ্ছিল। যে কারণে অনেকেই বিষয়টি তিন দিন আরও জল ঘোলা হতে শুরু করেছিল। এরই মধ্যে আচমকা শনিবার নিজের তৃতীয় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শোয়েব মালিক।

শেয়ার করা ওই ছবিতে দেখা যায় শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেছেন। সানা জাভেদকে বিয়ে করার বিষয়টি সামনে আসার পর নতুন একটি জল্পনা শুরু হয় আর সেই জল্পনা হলো, আদৌ শোয়েব মালিক সানিয়া মির্জাকে ডিভোর্স দিয়ে বিয়ে করলেন নাকি ডিভোর্স না দিয়েই তৃতীয় বিয়ে সেরে ফেললেন!

যদিও এই বিষয়টি পরে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, শরীয়ত আইন অনুযায়ী তাদের ডিভোর্স হয়েছে। দুপক্ষের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতেই ডিভোর্স হয়ে গিয়েছে। তবে এই ডিভোর্সের খবর সানিয়ার বাবা নিশ্চিত করলেও এখনো বেশ কয়েকটি বিষয় খুবই জল্পনার মধ্যে রয়েছে। সেই সকল বিষয়ের মধ্যে অন্যতম একটি হল সানিয়া শোয়েবের সন্তান কার কাছে থাকবে?

আরও পড়ুন 👉 Shoaib Sana Sania: কেউ কম যান না! শোয়েবের তিন নম্বর তো সানার কত নম্বর জানেন! সানিয়াও সাধু নন

অন্যদিকে শোয়েব মালিক প্রথম বিয়ে সেরেছিলেন আয়েশা সিদ্দিকীর সঙ্গে এবং ২০১০ সালে তাদের যখন ডিভোর্স হয়। সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হওয়ার পর আয়েশা সিদ্দীকি হঠাৎ থানায় অভিযোগ করেন তাদের ডিভোর্স হয়নি আর ডিভোর্স না হয়েই শোয়েব সানিয়াকে বিয়ে করেছেন। তবে পরে জানা যায় তাদের দুজনের ডিভোর্স হয়েছিল এবং খরপোষ হিসাবে শোয়েব মালিক আয়েশা সিদ্দিকীকে ১৫ কোটি টাকা দিয়েছিলেন।

আয়েশা সিদ্দিকীকে ডিভোর্স দিতে ১৫ কোটি টাকা খসে ছিল শোয়েব মালিকের পকেট থেকে। এখন যখন সানিয়া মির্জার সঙ্গে তার ডিভোর্স হয়েছে সেই সময় কত টাকা খসলো তা জানতে সাধারণ মানুষদের মধ্যে চরম কৌতূহল। শোয়েব মালিক এমনিতে ভারতীয় মুদ্রার সঙ্গে তুলনা করলে প্রায় ২০৮ কোটি টাকার মালিক। এই বিপুল টাকার অংকের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে সানিয়া মির্জাকে ডিভোর্স দিতেও তার পকেট থেকে বিপুল টাকা খসতে পারে। যদিও এই বিষয়টি এখনো ক্লিয়ার নয়, যে তাদের ডিভোর্সের জন্য শোয়েব মালিককে কত টাকা খরপোষ দিতে হয়েছে অথবা আদৌ দিতে হবে কিনা। তবে দিতে হলে সেই অংকটা অনেক বেশি হবে বলেই মনে করা হচ্ছে। আর ওই ১৫ কোটি টাকায় হবে না।