নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালে এই শতাব্দীর প্রথম নোট বন্দি করা হয়। যেবার বাতিল করা হয় পুরাতন ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট। একইভাবে না হলেও ঘুরপথে ২০২৩ সালে বাতিল করা হলো ২০০০ টাকার (2000 Notes) নোট। সম্প্রতি ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে তুলে নেওয়ার ঘোষণা করার পরই দেশজুড়ে শুরু হয়েছে নানান বিতর্ক। এর পাশাপাশি অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন হয়রানি নিয়ে।
কেননা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট বদলানোর জন্য সময় দেওয়া হলেও যাদের কাছে যে পরিমাণ নোট রয়েছে তা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে ব্যাঙ্কে জমা দিতে হবে। এই পরিস্থিতিতে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন ব্যাঙ্কে লাইন দিতে হবে তা নিয়ে। তবে এই দুশ্চিন্তা এবার দূর করে দিল অ্যামাজন (Amazon)।
সম্প্রতি বিশ্বের জনপ্রিয় এই ই-কমার্স সংস্থাটি তাদের অ্যামাজন পে’তে (Amazon pay) নিয়ে এসেছে ক্যাশ লোড সিস্টেম। এর ফলে যারা এই ইউপিআই ব্যবহার করেন তাদের আর ২০০০ টাকার নোট বদলানো নিয়ে কোন চিন্তা করতে হবে না। কারণ এই সিস্টেম ব্যবহার করে গ্রাহকরা ২০০০ টাকার নোট সহ অন্যান্য যে কোন নোট জমা করতে পারবেন।
২০০০ টাকার নোট বদলানোর ক্ষেত্রে আর চিন্তা করার দরকার নেই, কারণ আমাজন পে ক্যাশ লোড সিস্টেম আনার পর গ্রাহকদের আর ব্যাঙ্কে গিয়ে লাইন দিতে হবে না। বরং বাড়িতে বসেই ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। প্রতিমাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ লোড করা যাবে amazon পেতে। এই টাকা অ্যামাজন পে ব্যালান্স হিসাবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
এই সুবিধা নেওয়ার জন্য ব্যবহারকারীদের প্রথমে amazon অ্যাপে যেতে হবে এবং সেখান থেকে কোন একটি জিনিস বেছে নিতে হবে। সেটি বেছে ক্রয় করার সময় ক্যাশ লোডের অপশন রয়েছে কিনা তা দেখতে হবে। যদি দেখা যায় ক্যাশ লোডের অপশন রয়েছে, তাহলে ক্যাশ অন ডেলিভারি করতে হবে। এরপর যখন ডেলিভারি এক্সিকিউটিভ আপনার কাছে আসবে সেই সময় তাকে জানান যে আপনি ২০০০ টাকার নোট দিয়ে amazon পেতে ক্যাশ লোড করতে চান। তারপর সেই টাকা ওই এক্সিকিউটিভ নিয়ে নেবেন এবং অ্যামাজন পে’তে ব্যালান্স হিসাবে দিয়ে দেওয়া হবে।