If you have a car, it will get scratched, know how to fix it: আপনার কাছে যদি গাড়ি থাকে তাহলে অবশ্যই আপনি সেটাকে নিয়ে ঘুরতে বের হবেন। আর রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ছোটখাটো স্ক্র্যাচ (Minor Scratches of Car) তাতে হামেশাই লাগে। আপনার প্রিয় গাড়িতে যখন স্ক্র্যাচ লাগে অবশ্যই আপনার মন খারাপ হয়ে যায়। কিন্তু আপনি চাইলে বাড়িতে সহজ পদ্ধতিতে ঠিক করে নিতে পারেন এই স্ক্র্যাচ। তার জন্য আপনার খরচ হবে না বেশি টাকা।
গাড়িতে স্ক্র্যাচ লাগলে স্বাভাবিকভাবেই মানুষ ভয় পেয়ে যায়। কিভাবে ঠিক করবে? কোথায় ঠিক করবে? কত খরচ হতে পারে? এইসব প্রশ্নই তখন মাথায় ঘোরে। কিন্তু গাড়ি থাকলে এইসব ঘটনা খুব সাধারন। আর এটা সমাধানও হতে পারে চটজলদি। সামান্য পরিমাণ স্ক্র্যাচ (Minor Scratches of Car) নিয়ে হয়তো আপনাকে কোন গাড়ির গ্যারেজ কিংবা শোরুম পর্যন্ত যেতে হবে না।
তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে জেনে নিন। ভাবছেন এই সামান্য স্ক্র্যাচের পিছনে চলে যেতে পারে আপনার অনেক টাকা? না সেটি মোটেই না। ভাবলে অবাক হয়ে যাবেন সামান্য খরচেই এই স্ক্র্যাচ আপনি ঠিক করতে পারবেন। স্ক্র্যাচের (Minor Scratches of Car) জায়গাতে নখ দিয়ে দেখে নিতে হবে সেখানে কোন গর্ত তৈরি হয়েছে কিনা। গাড়ির যেই জায়গাতে স্ক্র্যাচ পড়েছে সেই জায়গাটা প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
এরপর গাড়ির স্ক্র্যাচ পড়া জায়গাটিতে সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়ে তা মাইক্রো ফাইবার তোয়ালেতে দিয়ে খুব সাবধানে গোল করে লাগাতে হবে। একইভাবে সেই স্ক্র্যাচ (Minor Scratches of Car) করা জায়গায় আবার একটু টুথপেস্ট নিয়ে একবার কিংবা দুইবার ভালোভাবে বুলিয়ে নিন। কিন্তু গাড়িতে যদি বেশি পরিমাণে স্ক্র্যাচ পড়ে থাকে সেক্ষেত্রে আপনাকে গাড়িটি অবশ্যই শোরুমে দেখাতে হবে। তবে স্ক্র্যাচ যদি সামান্য পরিমাণ হয় তাহলে সেটি বাড়িতেই আপনি ঠিক করতে পারবেন।
ভাবাই যায়না কিভাবে এই সামান্য জিনিস দিয়ে গাড়ির স্ক্র্যাচ ঠিক হতে পারে। কিন্তু সত্যি টুথপেস্ট দিয়েই আপনি তাড়াতাড়ি ঠিক করতে পারবেন আপনার গাড়ির স্ক্র্যাচ। এখন আপনার গাড়িতে স্ক্র্যাচ পড়ে থাকলে এই ভাবে ঠিক করুন। এতে খরচ হবেনা কোন বাড়তি টাকা আর আপনিও থাকবেন চিন্তামুক্ত।