WhatsApp Chat Lock : আপনার গোপন কথা আর কেউ জানবে না! জানুন কিভাবে লক করবেন আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট

Published on:

Advertisements

WhatsApp Chat Lock : গোপন কথাটি এবার গোপনেই থাকবে। এমনই চমক দেওয়া ফিচার্স আনল জনপ্রিয় সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। উপভোক্তারা দীর্ঘদিন ধরেই এমন কিছুর জন্য অপেক্ষা করছিলেন। যে সুযোগ এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হাতের নাগালের মধ্যে চলে এসেছে। এবার থেকে আর হোয়াটসঅ্যাপের গোপন কথাবার্তা ফাঁস হওয়ার ঝামেলা থাকবে না। আপনার অবর্তমানে আপনার স্ত্রী ফোন নাড়াচাড়া করলেও, আপনার হার্টবিট আর বাড়বে না।

Advertisements

দুর্দান্ত এই ফিচারসটি আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য চরম কার্যকরী হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটে অতিরিক্ত সুবিধা এনে দিতেই নতুন ফিচারস আনা হয়েছে। জনপ্রিয় এই মেসেজিং প্লাটফর্মে আনা হয়েছে চ্যাট লক ফিচার। যার মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কথাবার্তা তালা মেরে রাখতে পারবেন। তৃতীয় কোনও ব্যক্তি তার সন্ধান পাবে না। এমনকি ইনবক্সেও থাকবে না সেই চ্যাট।

Advertisements

এতদিন চ্যাটিংয়ের ক্ষেত্রে কথোপকথন ফাঁস হওয়ার আশঙ্কা থাকত অনেকের মধ্যে। সেই সকল আশঙ্কা ও অভিযোগের সমাধান হিসাবে নতুন ফিচার এনেছে মেটা মালিকাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি। জানা গিয়েছে, ইউজাররা যেই যেই চ্যাট সুরক্ষিত রাখতে চান সেগুলি সিলেক্ট করে লক করে রাখতে পারেন। সেই সব চ্যাটগুলি আর ইনবক্সে দেখা যাবে না। আলাদা ফোল্ডারে স্টোর হবে।

Advertisements

চ্যাট লক হওয়ার পাশাপাশি সেই চ্যাটের সমস্ত মেসেজ এবং নোটিফিকেশনও অটোমেটিক হাইড হয়ে যাবে। সংস্থার মতে, অনেক ইউজার আছেন যারা তাদের ফোন পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করেন। অন্য ব্যক্তির হাতে ফোন দেওয়ার সময় হোয়াটসঅ্যাপে থাকা বিশেষ কোনো চ্যাটের নাগাল যেন তারা না না পায় সেই ভয়ও থাকে। পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে সেই সকল চ্যাট লক করা যাবে। যতক্ষণ না অবধি চ্যাট আনলক করা হচ্ছে ততক্ষণ উক্ত ফোল্ডারেই সেভ থাকবে চ্যাটগুলি।

কিন্তু কিভাবে করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট লক? জেনে নিন সহজ পদ্ধতি। এই ফিচার অন করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। তারপর অ্যাপ ওপেন করে যেই চ্যাট লক করতে চান সেখানে ট্যাপ করতে হবে। তারপর একটি লক অপশন আসবে সেটি সিলেক্ট করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন।

Advertisements