শামিকে পেয়ে কোহলিকে ভুললে হবে না! বুধবারের ম্যাচে ৬টি রেকর্ড এলো বিরাটের ঝুলিতে

নিজস্ব প্রতিবেদন : বুধবার ২০২৩ এর ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পায় টিম ইন্ডিয়া (Team India)। টিম ইন্ডিয়ার এমন বড় জয়ের পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গায় রীতিমতো ভিলেন থেকে হিরো হয়ে ওঠেন মহম্মদ শামি (Mohammed Shami)। এমনকি মহম্মদ শামির এমন পারফরম্যান্স দেখে অনেকেই ভুলে গিয়েছেন এদিনের এই ম্যাচে অনন্য ৬টি রেকর্ড গড়া বিরাট কোহলিকে (Virat Kohli)।

১) বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর বিরাট কোহলি এখন বিশ্বের একমাত্র তারকা যার ঝুলিতে রয়েছে এক দিবসীয় ক্রিকেটের ৫০টি সেঞ্চুরি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকর, যার সংগ্রহে রয়েছে ৪৯ টি সেঞ্চুরি। আপাতত বিরাট কোহলির ধারে কাছে কেউ নেই। তার এই রেকর্ড ভাঙতে কত বছর সময় লাগবে তাও অনিশ্চিত।

২) ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় তারকা হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শচীন টেন্ডুলকারের। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ছয়টি বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যা ৬। এই সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছেন কোহলি। কেননা ২০১১ থেকে ২০২৩ ৪টি বিশ্বকাপে কোহলির সংগ্রহে রয়েছে ৫টি সেঞ্চুরি।

৩) একটি বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান ছিল শচীন টেন্ডুলকারের। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন। ২০২৩ সালের বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। এখনো পর্যন্ত তার সংগৃহিত রান সংখ্যা ৭১১।

৪) বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানের পর বিরাট কোহলি এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংখ্যার মালিক এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে। রিকি পন্টিংকে টপকে তার সংগ্রহে এখন ১৩৭৯৪ রান।

৫) ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপে এখনো পর্যন্ত একটি বিশ্বকাপে কোন খেলোয়ার ৭০০ রানের গণ্ডি টপকাতে পারেননি। কিন্তু ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে সেই গণ্ডি টপকে গিয়েছেন বিরাট কোহলি। তার সংগ্রহে এখনো পর্যন্ত ৭১১ রান।

৬) এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে হাফ সেঞ্চুরির নিরিখেও রেকর্ড গড়েছেন কোহলি। ২০০৩ সালে শচীন টেন্ডুলকার সাতটি হাফ সেঞ্চুরি করেছিলেন, ২০২৩ সালে বিরাট কোহলি এখনো পর্যন্ত আটটি হাফ সেঞ্চুরি করেছেন।