নিজস্ব প্রতিবেদন : মানুষের জীবনে কখন কোথায় কি বদল আসে, কখন ভাগ্যের চাকা ঘুরে যায় তা কারো জানা নেই। তবে অনেকেই রয়েছেন যারা নিজেদের ভাগ্যের চাকা নিজেরাই ঘুরিয়ে থাকেন। নিজেদের পরিশ্রম এবং পরিকল্পনার মাধ্যমেই হাতে গোনা কিছু মানুষ নিজেদের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অন্য কারো অপেক্ষা করেন না। নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরানোর তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন রামদেব বাবা (Ramdev Baba)।
৩৫ বছর আগে যখন রামদেব বাবা হরিদ্বারে গিয়েছিলেন তখন তার কাছে এক কানা-কড়িও ছিল না। অনেকের কাছেই এই বিষয়টি বিশ্বাসযোগ্য নয়, তবে বিশ্বাসযোগ্য না হলেও তিনি নিজেই এমনটা জানিয়েছেন। নিজে এমনটা জানানোর পাশাপাশি এখন তার কত টাকার সাম্রাজ্য রয়েছে এবং ভবিষ্যতে কত টাকার সাম্রাজ্য তৈরি করার লক্ষ্য রয়েছে তাও তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে জানিয়েছেন। তবে পুরোটাই নিজের পরিশ্রমে করেছেন এবং আগামী দিনেও করতে চান, এমনকি সরকারের কোনরকম সাহায্য ছাড়াই এসব করেছেন বলে দাবি করেছেন।
রামদেব বাবা জানিয়েছেন, যখন তিনি পড়াশোনা করতেন তখন ভোর চারটের সময় উঠতেন। আর এখন তিনি ওঠেন ভোর তিনটের সময়। সংবাদ মাধ্যম ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও তার বিপুল পরিমাণ ফলোয়ার্স রয়েছে। ইউটিউবে তার যে চ্যানেল রয়েছে সেখানে তার ফলোয়ার্সের সংখ্যা এক কোটির বেশি। ওই ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করা হয়েছে সেই সকল ভিডিওর ভিউ ৮০০ কোটির বেশি। তবে এসব করার জন্য তাকে অনেক কিছু করতে হয়েছে বলেও জানিয়েছেন।
আরও পড়ুন ? Baba Ramdev: তেল, নুন, পেস্ট অতীত! এবার রামদেব বাবা কিনছেন এই সফ্টওয়্যার কোম্পানি
নিজের এমন পরিশ্রমের পাশাপাশি দেশবাসীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, তিনি নিজে একজন সন্ন্যাসী হওয়া সত্বেও এত কিছু করেছেন, তখন দেশের অন্যান্যরা যাদের পরিবার সন্তান রয়েছে তাদেরও কিছু করা উচিত বলেই তিনি মনে করেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আপনারাও করুন’। এই প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকারের কথা টেনে জানিয়েছেন, সরকারও এমনটা চায়। তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও দেশের প্রতিটি নাগরিক যাতে বিকশিত হয় সেটাই তাদের লক্ষ্য।
এখন রামদেব বাবার মোট সম্পত্তির (Property of Ramdev Baba) দিকে নজর রাখলে বলা যায়, তিনি ইতিমধ্যেই এক লক্ষ কোটি টাকার সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন। এই বিরাট সাম্রাজ্য তৈরি করার জন্য তিনি সরকারের থেকে এক পয়সাও নেননি বলে জানিয়েছেন। এর পাশাপাশি আগামী দিনে তার এই সাম্রাজ্য ৫ লক্ষ কোটি টাকা বানানোর পরিকল্পনা রয়েছে। তিনি পাঁচ লক্ষ কোটি টাকার সাম্রাজ্য আগামী পাঁচ বছরের মধ্যেই তৈরি করে ফেলবেন বলেও দৃঢ়-প্রতিজ্ঞ।