Real name of Pakistan: পাকিস্তানের আসল নাম ‘পাকিস্তান’ই নয়! আসলটা উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে

Do you know the real name of neighboring country Pakistan: এই পৃথিবীতে বহু দেশ আছে তারমধ্যে যে দেশের কথা আজকে আলোচনা করা হবে তাকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। বিভিন্ন কারণের জন্য ভারতের এই প্রতিবেশী দেশটি কিন্তু সর্বদাই খবরের শিরোনামে থাকে। তাকে নিয়ে শুধু যে আলোচনা হয় তা নয়, সমালোচনাও হয় অনেক। এই দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা বর্তমানে টালমাটাল। দেশটির নাম হলো পাকিস্তান। কিন্তু পাকিস্তানের আসল নাম সত্যি কি পাকিস্তান ছিল (Real name of Pakistan)? এ বিষয়ে আপনি আদৌ কতটা জানেন?

আপনারা সকলেই হয়তো জানেন আমাদের দেশ প্রায় ২০০ বছর ছিল ব্রিটিশদের অধীনে। কিন্তু যখন ব্রিটিশরা ইংল্যান্ডে ফিরে যায় তার আগে ভারতের দুটি ভাগ করে দেয়। একটি ভাগের নাম হলো ভারত এবং আরেকটির নাম হলো পাকিস্তান। এই দেশভাগ ছিল খুবই বেদনাদায়ক, বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে। নিজেদের সবটুকু হারিয়ে তারা প্রায় নিঃস্ব। দেশভাগের ফলে শুধু আপনজনকে হারানো নয়, অনেকেই নিজেদের প্রাণের থেকে প্রিয় সম্পত্তিকেও ফেলে রেখে এসেছেন। অনেকেই হয়তো জানেন না পাকিস্তানের আসল নাম (Real name of Pakistan) সম্পর্কে, আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করা হবে।

দেশভাগের যন্ত্রণা মানুষ কোনদিনও ভুলতে পারবে না। গোটা একটা দেশের ভাগাভাগির কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক কোনদিনও মধুর ছিলনা এবং আজও নেই। কিভাবে সৃষ্টি হলো পাকিস্তানের? কেনই বা পাকিস্তান নাম দেওয়া হলো এই দেশের (Real name of Pakistan)?

আশাকরি অনেকের কাছেই এর সঠিক উত্তর জানা নেই। বহু জ্ঞানী ও বিজ্ঞ মানুষ আছেন যারা পাকিস্তানের আসল নাম কী জিজ্ঞেস করলে বলতে পারবেন না। আর অপেক্ষা করতে হবেনা আপনাদের, পাকিস্তানের আসল নাম অবাক করবে আপনাকেও। পাকিস্তানের আসল নাম হল (Real name of Pakistan) ইসলাম-ই জমহুরিয়া পাকিস্তান।

ভাবছেন শুধু এই একটাই নাম ছিল পাকিস্তানের? না পাকিস্তানের আরও একটি নাম হল ইসলামী গণতন্ত্র। ১৯৩৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলীর মুখে প্রথমবারের জন্য পাকিস্তান শব্দটি শোনা যায়, সেখান থেকেই জন্ম হয়েছিল পাকিস্তান নামের। নাম পরিবর্তনের এই কাহিনী সত্যি রোমাঞ্চকর। ইতিহাসের পাতা উল্টালে এরকম বহু অজানা তথ্য আমাদের সামনে চলে আসে।