Know real reason behind yellow colour of school bus and JCB: প্রতিনিয়ত রাস্তায় বেরোলে বিভিন্ন ধরনের যানবাহন চোখে পড়ে। যাদের রংও বিভিন্ন ধরনের। কিন্তু বিশেষ বিশেষ রং কিছু কিছু জিনিসের উপরই লক্ষ্য করা যায়। যার ব্যতিক্রম ঘটে না কখনোই। যেমন কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সি সবারই নজর করে কিংবা দমকলের গাড়ির রং সব সময় লাল হয়। আমরা হয়তো সেইসবের আসল কারণ সম্পর্কে কৌতূহলী হলেও সঠিক উত্তর আজও পায়নি। স্কুল বাস কিংবা জেসিবি সম্পর্কে সবাই কম বেশি জানেন। কিন্তু জানেন কি এগুলোর রং হলুদ (Colour of School Bus) হওয়ার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? জানতে হলে অবশ্যই আজকের প্রতিবেদনটি আপনাকে মন দিয়ে পড়তে হবে।
জেসিবি কথাটির পুরো অর্থ হলো জোসেফ সাইরিল ব্যামফোর্ড। এটির ব্যবহার মূলত লক্ষ্য করা যায় কন্সট্রাকশন কাজ কিংবা রাস্তা সারাইয়ের কাজে। জেসিবির রং সাধারণত হলুদ হয়ে থাকে, এর পিছনের মূল কারণ হলো নিরাপত্তা। অন্যান্য রঙের তুলনায় হলুদ রং অনেক বেশি দৃশ্যমান। যদি দূর থেকে কোন মানুষ জেসির এই হলুদ রংটি দেখতে পায় তাহলে বুঝতে পারবে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে।
স্কুল বাসের ক্ষেত্রে এই একই বৈজ্ঞানিক যুক্তি প্রযোজ্য। যদি আপনি দূর থেকে হলুদ রঙের স্কুলবাস দেখতে পান তাহলে আপনি সতর্ক থাকবেন। হলুদ রং অনেক বেশি দৃশ্যমান হয় বলে এটি দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। সেই কারণে স্কুল বাসের রং হলুদ করা হয় (Colour of School Bus)।
কিন্তু জানেন কি হলুদ রঙের থেকেও লাল রঙের দৃশ্যমানতা এবং তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি। লাল রং-এর তরঙ্গদৈর্ঘ্য ৬৫০ ন্যানোমিটার, হলুদের তরঙ্গদৈর্ঘ্য ৫৮০ ন্যানোমিটার। হলুদ রঙের থেকে তাহলে লাল রঙের দৃশ্যমানতা এবং তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয়ে থাকে তাহলে কেন স্কুল বাস (Colour of School Bus) কিংবা জিসিপি তে ব্যবহার করা হয় না লাল রং? এর পেছনেও লুকিয়ে আছে বিশেষ কারণ।
আসলে এর নেপথ্যের কারণ হল ‘ল্যাটারাল পেরিফেরাল ভিশন’ বা ‘এলপিভি’। হলুদের ক্ষেত্রে এই ‘এলপিভি’ লালের তুলনায় ১.২৪ গুণ বেশি। সেই কারণের জন্যই লালের তুলনায় হলুদের দৃশ্যমানতা এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। ফলে দূর থেকে, বৃষ্টি এবং কুয়াশার মধ্যেও হলুদ রং চোখে পড়ে।