Know some unknown facts about Indian notes: সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কে শুনলে প্রথমেই মাথায় আসে এতে এমন কি প্রশ্ন থাকে যা জীবনে এত কাজে আসে। সাধারণ জ্ঞান মানে এই বিশ্বের নানা প্রশ্নের সংমিশ্রণ। বিভিন্ন দেশের ভূগোল, ইতিহাস, বিজ্ঞান এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনি ভালোভাবে জানতে পারবেন যদি সাধারণ জ্ঞানের প্রশ্ন ভালোভাবে পড়েন। কিন্তু কেন করব এই জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোকে? জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষা মানুষকে দিতেই হবে। সেখানে এই সাধারণ জ্ঞানের প্রশ্নের গুরুত্ব অপরিসীম।
ফেসবুকের যুগে আদৌ কি সবাই সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্ন আগ্রহের সাথে পড়ে? কিন্তু যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন খুবই লাগে। চাকরির পরীক্ষা তা সে লিখিত হোক কিংবা মৌখিক সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাকে অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে। নাহলে হাতের নাগালে আসা সরকারি চাকরিটা হয়তো পাওয়া হবে না। ইন্টারভিউররা সবসময় প্রার্থীর উপস্থিত বুদ্ধি এবং সাধারণ জ্ঞানের উপরে জোর দেন। সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে যাবার আগে এই প্রশ্নগুলো বারবার অভ্যাস করতে হবে।
যদি এই ধরনের প্রশ্নগুলো (General Knowledge) পড়ার মতো না পড়ে গল্প পড়ার মত বারবার পড়েন তাহলে দেখবেন পড়তেও মজা লাগবে এবং মুখস্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যা আপনি কখনোই আর ভুলবেন না। এই প্রতিবেদনটিতে বহু অজানা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। যেমন ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবির আগে কার ছবি ব্যবহৃত হতো, এই ধরনের প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আপনাকে জেনারেল নলেজ সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে।
১. প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্লাস্টিকের নোটের চল রয়েছে?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
২. প্রশ্নঃ কোন প্রাণীর মাথা কাটার পরেও জীবিত থাকে?
উত্তরঃ আরশোলা।
৩. প্রশ্নঃ ইংরেজরা কবে ভারতে এসেছিল?
উত্তরঃ ১৪৯৮ সালের ২০ মে।
৪. প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক স্কুল রয়েছে?
উত্তরঃ বিহারে।
৫. প্রশ্নঃ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতের কতজন জওয়ান শহীদ হয়েছিলেন?
উত্তরঃ ভারতের ৫২৭ জন জওয়ান কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন।
৬. প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সূর্য ২ ঘন্টা আগে দিতে হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
৭. প্রশ্নঃ মহাকাশ থেকে সূর্যকে কোন রঙের দেখায়?
উত্তরঃ উজ্জ্বল সাদা।
৮. প্রশ্নঃ কোন ভারতীয় রাজার ঘোড়ার নাম ছিল চেতক?
উত্তরঃ মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক।
৯. প্রশ্নঃ গঙ্গাকে কবে জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ২০০৮ সালে।
১০. প্রশ্নঃ ষাঁড় কোন দেশের জাতীয় প্রাণী?
উত্তরঃ স্পেন।
১১. প্রশ্নঃ কোন রাজ্যে সবচেয়ে বেশি গবাদি পশু রয়েছে?
উত্তরঃ মধ্য প্রদেশে।
১২. প্রশ্নঃ মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়?
উত্তরঃ আয়রন।
১৩. প্রশ্নঃ কোন দেশের পতাকায় দ্বৈত ত্রিভুজ রয়েছে?
উত্তরঃ নেপাল দেশের।
১৪. প্রশ্নঃ সোনার গাড়ি চলতে দেখা যায় কোন দেশে?
উত্তরঃ সৌদি আরবে।
১৫. প্রশ্নঃ গান্ধীজীর আগে ভারতীয় নোটে কার ছবি ছিল?
উত্তরঃ অশোক স্তম্ভ। এরপর ১৯৬৯ সালে গান্ধীজীর ছবি ভারতীয় নোটে ছাপা হয়।