নিজস্ব প্রতিবেদন : সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসাবে ২০১৯ সালে লাইমলাইটে এসেছিলেন সুজাতা মন্ডল (Sujata Mondal)। মূলত সেবার লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁ বিভিন্ন আইনী মারপ্যাঁচে জড়িয়ে যাওয়ার কারণে স্বামীর হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছিল সুজাতাকে। রীতিমতো বিষ্ণুপুর দাপিয়ে বেরিয়েছিলেন সুজাতা। তবে সেসব এখন অতীত।
২০১৯ সালে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হলেও ধীরে ধীরে তাদের বৈবাহিক জীবনে ভাঙ্গন ধরতে শুরু করেছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় আচমকা সুজাতা মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপরই সৌমিত্র খাঁ সিদ্ধান্ত নেন তাকে ডিভোর্স দেওয়ার। সেই ডিভোর্সও হয়ে গিয়েছে।
ডিভোর্সের পর সৌমিত্র খাঁ এখন নতুন করে নিজের জীবন শুরু করেছেন। দ্বিতীয়বার বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। অন্যদিকে বারবার জল্পনা তৈরি হলেও এখনো পর্যন্ত সুজাতা কিন্তু দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি। তিনি এখন রাজনীতির আঙ্গিনায় দাপিয়ে বেড়াচ্ছেন। কেননা বিধানসভায় তৃণমূলের তরফ থেকে তাকে প্রার্থী করার পর আবার লোকসভাতেও সৌমিত্র বিরুদ্ধে তাকে প্রার্থী করেছে দল।
গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হলেও এবারের লোকসভা নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ পেয়েই জয় ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি যে আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন না তা নয়। তবে এই মুহূর্তে তার লক্ষ্য কেবলমাত্র বিষ্ণুপুর, যে কেন্দ্র থেকে তিনি জয় লাভ করতে মরিয়া। আর এই লোকসভা নির্বাচনের মাঝেই এবার তিনি নিজের দ্বিতীয় বিয়ের বিষয়ে কথা বলেছেন।
সুজাতা মন্ডল জানিয়েছেন, বাড়ি থেকে তাকে বারবার চাপ দেওয়া হচ্ছে দ্বিতীয় বিয়ের জন্য। এমনকি কাজের জায়গাতেও বারবার এই নিয়ে কথা উঠছে। তবে এই মুহূর্তে নতুন করে তার জীবনে কেউ আসেনি। এমনকি বহু প্রস্তাব আসছে বলেও দাবি করেছেন সুজাতা। তবে বিষাক্ত অধ্যায় থেকে বেরিয়ে ফের নতুন জীবন শুরু করার আগেই তিনি কিছুটা সময় নিয়ে নিতে চাইছেন। মূলত সুজাতা মণ্ডল যা জানিয়েছেন, তাতে তিনি দ্বিতীয় বিয়ে অর্থাৎ নতুন করে জীবন শুরু করার জন্য একেবারেই অমত নন। তবে এবার তিনি সাবধানে পা বাড়াতে চাইছেন।