Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা যাওয়ার চিন্তা নেই, ব্যবস্থা হল বিপুল সংখ্যক বাস ট্রেনের

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষের যে সকল বড় বড় মেলা রয়েছে তার মধ্যে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) অন্যতম। আর কয়েক দিনের মধ্যেই এই গঙ্গাসাগর মেলার সূচনা হয়ে যাবে। মূলত পৌষ সংক্রান্তিকে উপলক্ষ করে বছরের পর বছর ধরে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। যে মেলায় দূরদূরান্ত থেকে সাধু-সন্তদের পাশাপাশি লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়। এই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘিরে যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তা সব বিষয়েই প্রশাসনের উপর থাকে বাড়তি চাপ।

আসন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে অন্যান্য বছরের মতো এই বছরও প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে ব্যাপক আকারে। প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আর এরই মধ্যে যে সকল পুন্যার্থীরা গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য চিন্তায় ছিলেন তাদেরও চিন্তা দূর করে দিল প্রশাসন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বিপুল সংখ্যক বাসের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি রেলের তরফ থেকেও বিপুল সংখ্যক বিশেষ ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে।

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে শিয়ালদহ ডিভিশনে একাধিক বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এইসব বিশেষ ট্রেনের পরিষেবা বহাল রাখবে পূর্ব রেল। এছাড়াও বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রা পথ সম্প্রসারিত করা হবে, যাতে করে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়।

আরও পড়ুন 👉 Gangasagar Cruise Service: বদলে যাচ্ছে গঙ্গাসাগর ভ্রমণের আনন্দ, মাত্র ৫৩০ টাকায় মিলবে বিলাসবহুল ক্রুজ

রেলের তরফ থেকে নামখানা থেকে লক্ষীকান্তপুর লোকালকে শিয়ালদহ পর্যন্ত চালানো হবে মেলা চলাকালীন। এছাড়াও লক্ষীকান্তপুর থেকে নামখানা রুটে রবিবার যে সকল লোকাল ট্রেন বন্ধ থাকে সেগুলিও মেলার সময় চালানো হবে। এর পাশাপাশি বালিগঞ্জ থেকে মাঝেরহাট পর্যন্ত যে লোকাল ট্রেন রয়েছে সেগুলিকেও শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। পাশাপাশি গঙ্গাসাগর মেলা উপলক্ষে কলকাতা স্টেশন থেকে বিবাদীবাগ, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট হয়ে নামখানা পর্যন্ত চালানো হবে।

ট্রেনের কথা ছেড়ে দিলেও রাজ্য সরকারের তরফ থেকে বিপুল সংখ্যক সরকারি বাসের আয়োজন করা হয়েছে মেলার জন্য। এই সকল সরকারি বাস ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেবে। মেলার জন্য রাজ্য পরিবহন নিগম ২৭৫ টি এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ৭৫ টি বাস দেবে যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। সকাল থেকে রাত পর্যন্ত এইসব বাসের পরিষেবা পাওয়া যাবে বাবুঘাট এবং হাওড়া থেকে লট ৮ পর্যন্ত। এর পাশাপাশি লট ৮ থেকে কচুবেড়িয়া এবং নামখানা থেকে চেমাগুড়ি পর্যন্ত প্রচুর বিশেষ লঞ্চ ও ভেসেল রাখবে রাজ্য সরকার।