নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে কোটি কোটি গ্রাহক রয়েছেন যারা মোবাইল পরিষেবা ব্যবহার করে থাকেন। বিপুল সংখ্যক মোবাইল গ্রাহক থাকলেও ভারতের মতো এত বৃহৎ বাজারে রয়েছে কেবলমাত্র চারটি টেলিকম সংস্থা। আগে আরও একাধিক টেলিকম সংস্থা থাকলেও প্রতিযোগিতার বাজারে তারা টিকতে না পেরে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। অন্যদিকে যে চারটি টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত একমাত্র টেলিকম সংস্থা হল বিএসএনএল (BSNL)।
বিএসএনএল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হলেও এখন তাদের গ্রাহক সংখ্যা একেবারেই তলানিতে। একসময় এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কিন্তু পরবর্তীতে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল, জিওর মত টেলিকম সংস্থার চাপে এখন নাস্তানাবুদ অবস্থা এই টেলিকম সংস্থার। এখন গ্রাহক সংখ্যা ট্রাইয়ের হিসেব অনুযায়ী যা জানতে পারা যায় তাতে ১০ কোটিও নয়।
মূলত প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণেই কিন্তু বিএসএনএল-এর এমন অবস্থা। অন্ততপক্ষে বিশেষজ্ঞরা এমনটাই মনে করেন। কেননা এই টেলিকম সংস্থা যেভাবে গ্রাহকদের অফার দিয়ে থাকে তা মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও-ও দিতে পারেনা। বিএসএনএলের যে সকল সস্তার প্ল্যান রয়েছে তার মধ্যে এমন একটি প্ল্যান রয়েছে যাতে আনলিমিটেড কল পাওয়া যায় অথচ তার পিছনে খরচ করতে হয় ১০০ টাকারও কম।
১০০ টাকার কমে আনলিমিটেড কল! বিষয়টি অধিকাংশ গ্রাহকের কাছেই অবিশ্বাস্য। তবে অবিশ্বাস্য হলেও কিন্তু বহুদিন ধরেই এই প্ল্যান সংস্থার তরফ থেকে অ্যাকটিভ রাখা হয়েছে। সস্তার এই রিচার্জ প্ল্যানটির দাম হল মাত্র ৯৯ টাকা। বহু বিএসএনএল গ্রাহক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার সিম কার্ড ব্যবহার করলেও কিন্তু এই প্ল্যান সম্পর্কে জানেনই না। চলুন দেখে নেওয়া যাক ৯৯ টাকায় গ্রাহকরা কি কি পাবেন।
৯৯ টাকায় বিএসএনএল গ্রাহকরা ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে। আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন আগে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হতো। পরবর্তীতে ভালিডিটি কমিয়ে করা হয় ২৮ দিন। তবে এখন ভ্যালিডিটি আরও কমিয়ে করা হয়েছে ১৮ দিন। তবে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে ডেটা অথবা এসএমএস সুবিধা দেওয়া হয় না। অন্যদিকে ১৮ দিন ভ্যালিডিটি দেওয়া হলেও আর কোন টেলিকম সংস্থা নেই যারা এর থেকে সস্তায় আনলিমিটেড কল দিয়ে থাকে।