সব স্বপ্ন শেষ! কোন অঙ্কে এখনও সেমি ফাইনালে উঠতে পারে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন : গ্রুপ পর্যায়ের খেলায় প্রথম দল হিসাবে টিম ইন্ডিয়া প্রথম সেমিফাইনালে নিজেদের টিকিট পাকা করে। এরপর দেখতে দেখতে বিশ্বকাপের ময়দানে (Cricket World Cup 2023) টিকিট পাকা করে ফেলে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এরপর থেকেই চতুর্থ দেশ হিসাবেকে সেমিফাইনালে উঠবে তা নিয়েই চলছিল বিভিন্ন অংক কষা। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় লাভের পরিপ্রেক্ষিতে মোটামুটি নিউজিল্যান্ড (New Zealand) চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে টিকিট পাকা করে নিয়েছে।

নিউজিল্যান্ড মোটামুটি ভাবে সেমিফাইনালে টিকিট পাকা করে নেওয়াই পাকিস্তানের (Pakistan) সেমিতে ওঠার স্বপ্ন চূর্ণ হল। এর আগে পর্যন্ত অনেক অংক কষে ছিল তারা। তবে সেই সব অংক এক নিমেষে শেষ করে দিল নিউজিল্যান্ড। তবে এরপরেও বহু পাক সমর্থক এখনো তাদের দেশের সেমিফাইনালে ওঠা নিয়ে স্বপ্ন দেখছেন। তবে সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে হলে পাকিস্তানকে করতে হবে অসাধ্য সাধন। কোন অংকে এখনো পাকিস্তান যেতে পারে সেমিফাইনালে!

অংক বড়ই কঠিন! কেননা শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের খেলায় শ্রীলঙ্কা ১৭১ রানে গুটিয়ে যায়। নিউজিল্যান্ড সেই রান তারা করতে নেমে পাঁচ উইকেট হাতে থাকতেই ২৩.২ ওভারে নিজেদের প্রয়োজনীয় রান তুলে নেয়। নিউজিল্যান্ডের এই বড় জয়ের কারণে বর্তমানে তাদের পয়েন্ট দাঁড়ালো ১০। এদিকে রান রেট আরও বেড়ে দাঁড়িয়েছে +০.৭৪৩। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পাকিস্তানের আর সেমিফাইনালে ওঠার সুযোগ নেই বললেই চলে।

তবে এরপরেও যদি পাকিস্তান সেমিফাইনালের স্বপ্ন দেখে তাকে তাহলে তাদের যা যা করতে হবে। পাকিস্তানকে এখন সেমিফাইনালে উঠতে হলে যা করতে হবে তা মোটামুটি ভাবে ক্রিকেট বিশ্বে অসম্ভব। কেননা বর্তমানে পাকিস্তানের রান রেট রয়েছে +০.০৩৬। এক্ষেত্রে তাদের যদি নিউজিল্যান্ডের পয়েন্ট এবং রান রেট টপকাতে হয় তাহলে পাকিস্তান প্রথমে ব্যাট করলে তাদের ৩০০ রান করতেই হবে। এরপর আবার ইংল্যান্ডকে ৩০ রানের মধ্যে অলআউট করতে হবে।

অন্যদিকে যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে এবং তারা যদি ৩০০ রান তুলে নেয় সেক্ষেত্রে পাকিস্তানকে ওই রান চেজ করতে হবে মাত্র ৬ ওভারে। এই রান চেজ করা এক প্রকার অসম্ভব। কেননা ৬ ওভারে ৩০০ রান চেজ করতে হলে প্রতি ওভারে প্রয়োজন ৫০ রান। এক্ষেত্রে প্রতি বলে ছক্কা হাঁকালেও তা সম্ভব নয়। এসবের দিক দিয়ে এখন সেমিফাইনাল ভারত-নিউজিল্যান্ডের মধ্যেই একপ্রকার পাকা হয়ে গিয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই।