নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময় সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান পালনের ঘোষণা করে থাকে। সেই সকল অনুষ্ঠানের মধ্যেই একটি হল বাংলা দিবস (Bangla Divas)। এই বছর রাজ্যজুড়ে পালিত হবে বাংলা দিবস। তবে বাংলা দিবস পালনের আগে তা নিয়ে তরজার শেষ ছিল না।
কোন দিন বাংলা দিবস পালন করা হবে এই নিয়েই রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছিল গত বছর। কেননা গত বছর ২০ জুন রাজ্যপাল বাংলা দিবস পালন করেছিলেন। কিন্তু ওই দিনটিতে বাংলা দিবস পালন করতে একেবারেই রাজি ছিলেন না রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০ জুন তারিখটিকে বাংলা দিবস হিসাবে মানতে রাজি না থাকলেও রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনড় থেকে ওই দিনটিতেই বাংলা দিবস পালন করেন। তবে ওই দিন যাতে বাংলা দিবস পালন না হয় তার জন্য প্রথমে ফোনে অনুরোধ করা হয় এবং পরে চিঠি দেওয়া হয়েছিল। তবে এসব সত্ত্বেও রাজ্যপাল কোন কথা না শোনার কারণে মুখ্যমন্ত্রী পাল্টা দিতে বাংলা দিবস পালনের জন্য একটি কমিটি গঠন করেন। যেখানে ইতিহাসবিদ সুগত বসুকে উপদেষ্টা করে বাংলা দিবস নির্ধারণ করা হয়।
কবে পালন করা হবে বাংলা দিবস এই নিয়ে কমিটি গঠন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে ঠিক করা হয় পয়লা বৈশাখ দিনটিতেই পালন করা হবে বাংলা দিবস। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জায়গায় বাংলা দিবস পালন করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। কোথায় কিভাবে অনুষ্ঠান করা হবে তা নিয়ে রূপরেখা তৈরি করা হচ্ছে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে।
তবে বাংলা দিবসের জন্য আলাদা করে কোনরকম ছুটির ঘোষণা করতে হয়নি রাজ্য সরকারকে। কেননা এমনিতেই পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকে রাজ্যের সরকারি কর্মচারীদের। যদিও এই বছর পয়লা বৈশাখ হোক অথবা বাংলা দিবস, ছুটি পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারীরা। কেননা ঐ দিনটি রবিবার পড়ে যাওয়ার কারণে একটি সরকারি ছুটির মার যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের।