Tata Scholarship 2024: পড়াশুনার খরচ নিয়ে চিন্তার দিন শেষ! এবার বছরে এক লক্ষ টাকা দিচ্ছে টাটা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে টাটা (Tata Group) এমন একটি শিল্প প্রতিষ্ঠান, যারা শুধু ব্যবসা করে মুনাফা অর্জন করেন তা নয়, পাশাপাশি তারা দেশের মানুষদের বিপদে আপদে দাঁড়ানোর মতো পদক্ষেপও গ্রহণ করে থাকে। যে কারণে টাটাদের প্রতি ভারতীয়দের আলাদা দুর্বলতা রয়েছে। এবার এই টাটা গোষ্ঠীর তরফ থেকেই দেশের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য স্কলারশিপের (Tata Scholarship 2024) বন্দোবস্ত করা হলো।

টাটাদের তরফ থেকে এই যে স্কলারশিপ আনা হয়েছে সেই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য ইচ্ছুক পড়ুয়াদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বছরে এক লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করা হবে পড়াশোনার জন্য। তবে এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আবেদনকারীদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সেই সকল শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে সংস্থার তরফ থেকে বেছে নেওয়া প্রার্থীদের দেওয়া হবে স্কলারশিপের টাকা।

Tata Steel Downstream Products Limited বা TSDPL দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দিচ্ছে। যে সকল এলাকার পড়ুয়াদের এমন স্কলারশিপ দেওয়া হবে তাদের মধ্যে অন্যতম কলকাতা, টাটা, পুনে, ফরিদাবাদ, চেন্নাই ইত্যাদি। টাটাদের তরফ থেকে দেওয়া এই স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীদের আবেদন করার শেষ দিন হল ২১ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুন 👉 Tata Punch EV: টাটার এই গাড়ির ৬ ফিচার করছে বাজিমাত! জানলেই কিনতে দৌড়াবেন

আইআইটি, ডিপ্লোমা, নার্সিং অথবা কোন মেডিকেল কোর্স, ইলেকট্রিক্যাল ইত্যাদি বিষয়ে যারা ডিপ্লোমা বা এই স্তরে পড়াশুনা করতে চান তারা এই স্কলারশিপের সুবিধা পাবেন। এমন স্কলারশিপের টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের আবশ্যিকভাবে থাকতে হবে দশম অথবা দ্বাদশ শ্রেণীতে ৬০ শতাংশ নম্বর। যারা আবেদন করবেন তাদের পরিবারের বার্ষিক আয় হতে হবে পাঁচ লক্ষ টাকার নিচে।

টাটাদের এমন স্কলারশিপ সংক্রান্ত আরও তথ্য পেতে আবেদনকারীরা লগইন করতে পারেন https://www.buddy4study.com/page/tsdpl-silver-jubilee-scholarship-program ওয়েবসাইটে। আবেদন করার সময় আবেদনকারীর পরিচয় পত্র হিসাবে ভারত সরকারের যেকোনো নথি জমা করতে হবে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য আবেদনের সময় জমা দিতে হবে।