বদলে গেল লকার ভাড়ার খরচ, এবার গ্রাহকদের গুনতে হবে এত টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্কের লকার (Bank Locker) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসেবা। বর্তমানে প্রায় অধিকাংশ ব্যাংকের এই পরিষেবা রয়েছে। গ্রাহকরা তাদের প্রয়োজনীয় নথিপত্র থেকে শুরু করে গয়না এবং বহু মূল্যবান জিনিসপত্র ব্যাংকের লকার ভাড়া নিয়ে সেখানে রাখেন। ব্যাংকের লকারের ক্ষেত্রে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে।

Advertisements

নতুন নিয়ম অর্থাৎ সংশোধিত নিয়মের ক্ষেত্রে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের নতুন চুক্তিতে সই করানোর জন্য আবেদন জানিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, যে চুক্তি জারি করা হয়েছে সেই চুক্তিতে গ্রাহকদের অধিকারগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন নতুন লকার নিয়ম অনুযায়ী।

Advertisements

ভারতের সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যার ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যেমন সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে ঠিক সেই তাদের লকার গ্রাহক সংখ্যাও অনেক বেশি। এমন পরিস্থিতিতে এই ব্যাংকের তরফ থেকে কোথাও কোন পরিবর্তন আনা মানেই তা সবচেয়ে বেশি গ্রাহকদের ওপর প্রভাব পড়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই চুক্তি স্বাক্ষরের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Advertisements

নতুন লকার নিয়ম চালু হওয়ার পরিপ্রেক্ষিতে এখন গ্রাহকদের কত টাকা খরচ করতে হবে? লকারের ভাড়া কত হবে তা নির্ভর করে মূলত লকারের আকার এবং সেটি কোন এলাকায় রয়েছে তার উপর নির্ভর করে।

নতুন নিয়ম অনুসারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যাদের লকার রয়েছে তারা যদি শহর এবং মেট্রো শহর এলাকার হয়ে থাকেন তাহলে তাদের ছোট লকারের জন্য দিতে হবে বার্ষিক ভাড়া ২০০০ টাকা, সঙ্গে জিএসটি। গ্রামীণ এবং আধা শহর এলাকায় ছোট লকারের জন্য বার্ষিক খরচ ১৫০০ টাকা এবং সঙ্গে জিএসটি।

শহর এবং মেট্রো এলাকায় মাঝারি লকারের জন্য বার্ষিক ভাড়া দিতে হয় ৪০০০ টাকা এবং জিএসটি। আধা শহর এবং গ্রামীণ এলাকায় মাঝারি লকারের জন্য দিতে হবে ৩০০০ টাকা এবং জিএসটি।

শহর এবং মেট্রো এলাকায় বড় লকারের জন্য বার্ষিক ভাড়া দিতে হয় ৮ হাজার টাকা এবং জিএসটি। গ্রামীণ এবং আধা শহর এলাকায় এই ধরনের বড় লকারের জন্য বার্ষিক ভাড়া লাগে ৬০০০ টাকা এবং জিএসটি।

অতিরিক্ত বড় লকারের জন্য শহর এবং মেট্রো শহর এলাকায় বছরে ভাড়া দিতে হয় ১২ হাজার টাকা এবং জিএসটি। একই ধরনের লকারের জন্য গ্রামীণ এবং আধা শহর এলাকায় বার্ষিক ভাড়া দিতে হয় ৯ হাজার টাকা এবং জিএসটি।

এর পাশাপাশি লকার নেওয়ার জন্য রেজিস্ট্রেশন খরচ হিসাবে ছোট ও মাঝারি ধরনের লকারের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের খরচ করতে হবে ৫০০ টাকা এবং জিএসটি। অন্যদিকে বড় এবং অতিরিক্ত বড় লকারের জন্য রেজিস্ট্রেশন ফি হিসাবে দিতে হবে ১ হাজার টাকা এবং জিএসটি।

Advertisements