নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা সংগ্রহ করে একছত্ররাজ তৈরি করে ফেলেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও (Jio)। তবে এই টেলিকম সংস্থা এমনি এমনি এমন জায়গা পেয়েছে তা নয়। আসলে তাদের তরফ থেকে গ্রাহকদের দিনের পর দিন নতুন নতুন অফার, নতুন নতুন প্রযুক্তি তুলে দেওয়ার কারণেই এমন জায়গায় এসে তারা পৌঁছেছে।
মুকেশ আম্বানি টেলিকম সংস্থা জিও লঞ্চ হওয়ার আগে আর ভারতীয় নাগরিকদের মোবাইল খরচ ছিল আকাশছোঁয়া। ১ জিবি ডেটার জন্য গ্রাহকদের রিচার্জ করতে হতো অন্ততপক্ষে ২৫১ টাকা। তবে জিও এই পরিস্থিতির বদল এনে দেয় দেশে 4G লঞ্চ করে। টেলিকম বাজারে এমন বৈপ্লবিক পরিবর্তন তারা নিয়ে আসে যে ওই একই টাকাতেই গ্রাহকরা প্রতিদিন বিপুল পরিমাণ ডেটা, আনলিমিটেড কল সহ বিভিন্ন সুবিধা পেতে শুরু করেন।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিওর ঠিক সেই রকমই যেসব রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে আজ আমরা একটি রিচার্জ প্ল্যানের কথা জানাবো। বর্তমানে দেশে ৪৫ কোটির বেশি মানুষ জিও ব্যবহার করলেও অনেকেই রয়েছেন যারা এই রিচার্জ প্ল্যানটি সম্পর্কে জানেন না। সস্তার এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের বহু সময় সাহায্য করে থাকে, বিশেষ করে যখন বেশি ডেটার প্রয়োজন হয়, অথচ হাতে টাকা পয়সা কম রয়েছে।
আরও পড়ুন ? Jio BP Premium diesel: বছরে বাঁচবে ১ লক্ষ টাকা! মুকেশ আম্বানির Jio BP premium diesel মানেই বড় লাভ
জিওর যে নতুন রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেটি হল মাত্র ২১৯ টাকার। যে সকল গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করে থাকেন তারা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পান। এছাড়াও রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন। এর পাশাপাশি এখন এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে বাড়তি আরও ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে।
২১৯ টাকার রিচার্জ প্ল্যান যে সকল গ্রাহকরা রিচার্জ করে থাকেন তারা ১৪ দিনের ভ্যালিডিটি পান। অন্যদিকে এখন আনলিমিটেড 5G অফার চলাকালীন যে সকল গ্রাহকদের 5G হ্যান্ডসেট রয়েছে তারাও এই রিচার্জটি রিচার্জ করে আনলিমিটেড 5G পরিষেবা পাবেন। সুতরাং সস্তার এই রিচার্জ প্ল্যান বহু ক্ষেত্রেই গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে অথচ এই রিচার্জ প্ল্যান সম্পর্কে অনেকেই জানেন না।