ব্যাঙ্ক অ্যাকাউন্ট অজান্তেই কাটা যাচ্ছে ৪৩৬ টাকা! বন্ধ করবেন কীভাবে!

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) এবং পোস্ট অফিসে থাকা অ্যাকাউন্ট (Post office account) থেকে ৪৩৬ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। অধিকাংশ গ্রাহকের কাছে এই টাকা কাটার বিষয়ে কোনো ইনফরমেশন না থাকার ফলে তারা চিন্তিত হয়ে পড়ছেন। প্রশ্ন হল এই টাকা কিসের জন্য কাটা হচ্ছে এবং যদি কেউ না চান তাহলে তিনি কিভাবে এই টাকা কাটা বন্ধ করবেন?

আখেরে ৪৩৬ টাকা করে টাকা কাটার ফলে গ্রাহকদের একটি সুবিধা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। ২০১৫ সালে কেন্দ্র সরকার যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (pradhan mantri jeevan jyoti bima yojana) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (pradhan mantri suraksha bima yojana) চালু করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই টাকা কাটা হয়।

এই দুটি প্রকল্পের মধ্য দিয়ে দেশের প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ১৮ থেকে ৫০ বছর বয়সি নাগরিকরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার অধিকার রয়েছে। এই দুটি প্রকল্পের প্রিমিয়াম জমা দেওয়ার জন্য যে সকল অ্যাকাউন্টের সঙ্গে অটো ডেবিট রয়েছে সেই সকল অ্যাকাউন্ট থেকে নিজে থেকেই টাকা কেটে নেওয়া হয়।

এই সকল প্রকল্পের পুনর্নবীকরণের জন্য সময়সীমা দেওয়া হয়ে থাকে ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। প্ল্যান বেছে নেওয়ার উপর নির্ভর করে প্রিমিয়ামের টাকার পরিমাণ। তবে যদি কোন ব্যক্তির এই টাকার বিনিময়ে পলিসি চালাতে সামর্থ্য না থাকেন অথবা অনিচ্ছুক তারা তা বাতিল করতে পারেন। এর জন্য ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে।

তবে ৪৩৬ টাকা অথবা এর কিছু কম বেশি যে প্রিমিয়াম লাগে তা বন্ধ করে প্রকল্প বন্ধ করা আখেরে লোকসান। কারণ সরকারি এই দুটি প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়। যিনি এই প্রকল্পের অংশীদার তার মৃত্যুতে তার পরিবার দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন।