অমরনাথ যাত্রীদের জন্য জারি হল এই সকল বিধিনিষেধ, না জানলে বিপদ

নিজস্ব প্রতিবেদন : শুরু হল চলতি মরশুমের অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। শুক্রবার ভগবতীনগর থেকে এই যাত্রা শুরু করা হয়। অমরনাথের উদ্দেশ্যে এদিন রওনা দিলেন প্রথম ব্যাচ। এই যাত্রার শুভ সূচনা করেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। উদ্বোধনের পর শনিবার আনুষ্ঠানিকভাবে ৬২ দিনের অমরনাথ যাত্রা শুরু হল। কাশ্মীরের অনন্তনাগ থেকে যাত্রা শুরু করে পুণ্যার্থীরা ৪৮ কিলোমিটার নুনওয়ান-পহেলগাঁও রুটে যাত্রা করবেন। এছাড়াও গন্দেরওয়াল জেলায় একটি ১৪ কিলোমিটারের ছোট রুট রয়েছে।

এর পাশাপাশি পুণ্যার্থীদের অমরনাথ যাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। পুণ্যার্থীদের তরফ থেকে এই সকল বিধি নিষেধ মানা না হলে সমস্যায় পড়তে হতে পারে। অমরনাথ যাত্রার আগে প্রথম কাজ হিসাবে প্রতিটি পুণ্যার্থীকে সংগ্রহ করতে হবে RFID কার্ড। এই কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং যদি কারো কাছে এই কার্ড না থাকে তাহলে তাকে অমরনাথ যাত্রার অনুমতি দেবে না জম্মু-কাশ্মীর প্রশাসন।

এর পাশাপাশি পুণ্যার্থীদের ঢিলেঢালা পোশাক পরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যে পোশাকে স্বাচ্ছন্দ উপভোগ করবেন সেই পোশাক পরে যাত্রা করার কথা বলা হয়েছে। পায়ে ট্রেকিং জুতো থাকার কথা বলা হয়েছে আর বলা হয়েছে সময় নিয়ে ধীরে ধীরে হাঁটতে হবে।

এর পাশাপাশি বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে যাতে করে শরীরে সব সময় জলের পরিমাণ সঠিকভাবে বজায় থাকে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে রাস্তায় কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে অথবা একটু বাড়াবাড়ি হলেই পৌঁছে যেতে হবে স্থানীয় মেডিকেল ক্যাম্পে।

এছাড়াও অমরনাথ যাত্রীদের বলা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য খাবারের প্যাকেট, জলের বোতল ট্রেকিং রুটের কোথাও ফেলা যাবে না।

অমরনাথের যাত্রা পথে কোথাও ধূমপান করা যাবে না এবং কফি পান করা যাবে না।