নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে চালু হতে চলেছে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর (Underwater Metro)। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত যে মেট্রো পরিষেবা চালু হতে চলেছে তার ৫২০ মিটার অংশ রয়েছে গঙ্গার নিচে। এই মেট্রো পরিষেবা চালু করার জন্য চূড়ান্ত অনুমতি মিলে গিয়েছে বলেই সূত্রের খবর।
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই চালু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কেননা মার্চ মাসের প্রথম সপ্তাহকেই উদ্বোধনের সময় হিসাবে সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেডকে। উদ্বোধনের আনুমানিক দিন হিসাবে যা জানা যাচ্ছে তা হলো ৬ অথবা ৭ মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন বলেও জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে এমন একটি মেট্রো পরিষেবার জন্য রাজ্যের বাসিন্দারা মুখিয়ে ছিলেন। অবশেষে এর উদ্বোধনের চূড়ান্ত সময়সীমা সামনে আসতেই খুশিতে ডগমগ বাসিন্দারা। এর পাশাপাশি প্রত্যেকের মধ্যেই একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল, দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর ভাড়া (Underwater Metro Fare) কত পড়বে? অর্থাৎ হাওড়া বা হাওড়া ময়দান থেকে তিলোত্তমায় পা রাখার জন্য কত টাকা খরচ করতে হবে যাত্রীদের?
আরও পড়ুন ? Vande Bharat Metro: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আসছে বন্দে মেট্রো, ছুটবে বিশাল গতিতে
ভাড়া সম্পর্কে এখনো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে তালিকা প্রকাশ করা না হলেও সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীদের দিতে হবে ১০ টাকা। তবে এর ন্যূনতম ভাড়া হলো ৫ টাকা। অর্থাৎ হাওড়া ময়দান বা হাওড়া থেকে গঙ্গার তল দিয়ে মহাকরণ পর্যন্ত যাওয়ার জন্য যাত্রীদের খরচ করতে হবে মাথাপিছু পাঁচ টাকা করে। যেখানে বাসে হাওড়া থেকে এসপ্লানেড পর্যন্ত খরচ হয় ১২ থেকে ১৫ টাকা, সেই জায়গায় অনেক কম সময়ে এসপ্ল্যানেড পৌঁছানো যাবে মাত্র ১০ টাকাতেই।
কলকাতা মেট্রো ০-২ কিলোমিটার পর্যন্ত যাতায়াতের জন্য ভাড়া দিতে হয় পাঁচ টাকা, অন্যদিকে ২-৫ কিলোমিটারের জন্য ভাড়া দিতে হয় ১০ টাকা। স্বাভাবিকভাবেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দূরত্ব ৪.৮ কিলোমিটার হওয়ার কারণে ভাড়া পড়বে ১০ টাকা। অন্যদিকে হাওড়া বা হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত দূরত্ব ২ কিলোমিটারের কম হওয়ায় খরচ পড়বে পাঁচ টাকা।