নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের রেল ট্র্যাকে দৌঁড়ানোর জন্য শুভ সূচনা হয়ে গেল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের (Amrit Bharat Train)। শনিবার অযোধ্যা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই ট্রেনের সূচনা হয়। ভারতে আপাতত দুটি অমৃত ভারত ট্রেনের সূচনা হলো। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুটি ট্রেনের মধ্যে একটি ট্রেন পথচলা শুরু করলো বাংলায়।
শনিবার যে দুটি অমৃত ভারত ট্রেনের সূচনা হয়েছে সেই দুটি ট্রেনের মধ্যে একটি দ্বারভাঙা থেকে অযোধ্যা হয়ে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে এবং দ্বিতীয়টি মালদা টাউন রেলস্টেশন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সুবিধা এবং এর প্রযুক্তি সম্পর্কে বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন বিষয়ে জানা গিয়েছে। তবে এই ট্রেনের ভাড়া (Malda to SMVT Bengaluru Amrit Bharat Train Fare) কত হতে চলেছে তার উদ্বোধনের আগে পর্যন্ত প্রত্যেকের কাছেই ছিল অজানা।
শনিবার উদ্বোধন হওয়ার পর মালদা টাউন থেকে আগামী রবিবার অর্থাৎ ৭ জানুয়ারি প্রথম মালদা টাউন থেকে বাণিজ্যিকভাবে এসএমভিটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। ট্রেনটির উদ্বোধন হওয়ার পর এই ট্রেনে চড়ে বেঙ্গালুরু যাওয়ার জন্য কত খরচ হবে তা রেলের তরফ থেকে জানানো হয়েছে। মূলত আইআরসিটিসি (IRCTC) অ্যাপ এবং ওয়েবসাইট থেকে ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। সেখানেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কত খরচ পড়বে।
আরও পড়ুন ? Amrit Bharat Train fare Comparison: সস্তা নয়, হবে বেশি খরচ! অমৃত ভারতে চড়লে কত টাকা বেশি খসবে আপনার
মালদা থেকে এসএমভিটি বেঙ্গালুরু এবং এসএমভিটি বেঙ্গালুরু থেকে মালদা টাউন পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটিতে স্লিপার ক্লাস বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। ট্রেনটি প্রতি রবিবার মালদা টাউন থেকে সকাল ৮:৫০ মিনিটে রওনা দেবে এবং এসএমভিটি বেঙ্গালুরু পৌছাবে মঙ্গলবার ভোর ৩টের সময়। অন্যদিকে প্রতি মঙ্গলবার সকাল ১০:১৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু থেকে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে এবং মালদা টাউন এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১১ টায়।
মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু যাওয়ার জন্য ট্রেনটি সময় নেবে ৪২ ঘন্টা ১০ মিনিট এবং ফেরার পথে সময় নেবে ৪৫ ঘন্টা ১০ মিনিট। মালদা টাউন থেকে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু থেকে মালদা টাউন দুই ক্ষেত্রেই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া পড়বে যাত্রী পিছু ৯২৫ টাকা। এই ভাড়া স্লিপার ক্লাসের জন্য।