নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের উপহার দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সেমি হাই স্পিড এই ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই ট্রেনটিকেই এখন দেশের সবচেয়ে দ্রুত গতির ট্রেন হিসাবে ধরা হয়।
বন্দে ভারত এক্সপ্রেস দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার। তবে ট্র্যাকের কারণে এখনো ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেনটি দৌড়ানো সম্ভব হয়নি। আবার দেশের যে সকল রুটে এই ট্রেনটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে সেই সকল সব রুটের গতিবেগও এক নয়।
১) দেশের সবচেয়ে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসটি হলো নতুন দিল্লি-বারাণসী রুটের। এই ট্রেনটির গড় গতিবেগ হলো ঘন্টায় ৯৬.৩৭ কিলোমিটার। এটিই হলো দেশের প্রথম বন্দে ভারত এবং দেশের সবচেয়ে দ্রুতগামী বন্দে ভারত।
২) গতির দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হযরত নিজামুদ্দিন-রানি কমলাপতি বন্দে ভারতটি। এই ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় ৯৫.৮৯ কিলোমিটার।
৩) দেশে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস চলছে তাদের মধ্যে গতিবেগে ১২ নম্বর স্থানে জায়গা রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটি। এর গড় গতিবেগ ঘন্টায় ৭৬.৮৪ কিলোমিটার।
৪) শেষের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। এর গড় গতিবেগ ঘন্টায় ৭১.৬৫ কিলোমিটার।
৫) দেশের সবচেয়ে ধীরগতির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে অন্যতম মুম্বাই-শিরডি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় ৬৫.৯৬ কিলোমিটার।