নিজস্ব প্রতিবেদন : বর্তমান কেন্দ্র সরকারের আমলে সবচেয়ে যদি ঢালাও কোথাও উন্নতি হয়েছে তা হলো রেল পরিষেবায়। মোদি সরকারের আমলে রেল দেখেছে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন পরিকাঠামো। মূলত ভারতীয় রেল (Indian Railways) যখন দেশের গণপরিবহনের লাইফ লাইন হিসাবে পরিগণিত হয়, সেই সময় রেলের এমন উন্নতি স্বাভাবিকভাবেই দেশবাসীর নজর কেড়েছে।
ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন প্রায় দেশের এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন এই বিপুল সংখ্যক মানুষের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ দেওয়ার জন্য রেলের তরফ থেকে লঞ্চ করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বর্তমানে দেশের ৩৪ টির রুটে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করছে। তবে বন্দে ভারতের ভাড়া অনেক বেশি হওয়ার ফলে তা সাধারণ মানুষদের কাছে এক প্রকার অধরা।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে নন এসি বন্দে ভারত এক্সপ্রেস (Non AC Vande Bharat Express)। নন এসি বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া অনেক কম হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। যে কারণে এই ট্রেন বহু সাধারণ মানুষদের বন্দে ভারতে চড়ার স্বপ্ন পূরণ করবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রেলের তরফ থেকে নন এসি এই বন্দে ভারতের নাম দেওয়া হয়েছে নন এসি পুশ পুল ট্রেন (Non AC Push Pull Train)।
সাধারণদের জন্য যে বন্দে ভারত এক্সপ্রেস লঞ্চ করা হচ্ছে তাতে মোট ২২ টি কামরা থাকবে বলে জানা গিয়েছে রেলের তরফ থেকে। ২২টি কামরার পাশাপাশি থাকবে একটি লোকোমোটিভ। তবে এই ট্রেনে নতুন কি কি সুবিধা থাকবে তা সম্পর্কে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। এছাড়াও কোন রুটে প্রথম এই ট্রেন চালু হবে তাও স্পষ্ট ভাবে এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এই ট্রেন চালানো হবে পাটনা-নয়াদিল্লি, হাওড়া-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি ও হায়দ্রাবাদ-নয়াদিল্লির রুটে।
নন এসি পুশ পুল ট্রেন বা নন এসি বন্দে ভারত এক্সপ্রেস কবে চালু হবে? দীর্ঘদিন ধরেই এই ট্রেন চালু হওয়ার বিষয়ে শোনা যাচ্ছিল এবং নতুন এই ট্রেনের অপেক্ষায় বহুদিন ধরেই থাকতে দেখা গিয়েছে দেশবাসীকে। অবশেষে এই ট্রেনটির সূচনার দিন জানিয়ে দেওয়া হলো রেলের তরফ থেকে। আইসিএফ-এর জেনারেল ম্যানেজার বিজি মাল্য জানিয়েছেন, এই ট্রেন চালু করা হবে অক্টোবর মাসেই। ৩১ অক্টোবরের মধ্যেই চালু করা হবে এবং ১৫ অক্টোবর চালু হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।