রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার নিয়মে বদল! এবার হয়ে গেল নতুন ঘোষণা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (LPG) এখন দেশের প্রায় অধিকাংশ গৃহস্থালীদের বাড়িতে পৌঁছে গিয়েছে। বাড়ি বাড়ি রান্নার গ্যাস কানেকশন পৌঁছে যাওয়ার ফলে এখন গৃহবধূরা কাঠ কয়লায় রান্না করা ভুলে গিয়েছেন। যে কারণে কোন সময় বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে গেলেই চরম সমস্যায় পড়তে হয় গৃহস্থালীদের। যে কারণে আগে থেকেই অধিকাংশ গৃহস্থালিরা বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি (LPG Delivery Rules) নিয়ে নেন।

Advertisements

রান্নার গ্যাস সিলিন্ডার যেসব ডেলিভারি বয়রা বাড়ি বাড়ি পৌঁছে দিতে আসেন তাদের অধিকাংশ ডেলিভারি ম্যানকেই গৃহস্থালিদের কাছে বাড়তি টাকা দাবি করা হয়। কখনো ১০ টাকা, কখনো আবার ২০ টাকা, আবার কখনো তার থেকেও বেশি দাবি করা হয়ে থাকে। এই সব ক্ষেত্রেই এবার নিয়মে বদল আনল সংস্থা। সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কত কিলোমিটারের জন্য ডেলিভারি চার্জ হিসাবে কত টাকা দিতে হবে।

Advertisements

রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে যে টাকা নেওয়ার ঘোষণা করা হয়েছে অর্থাৎ কিলোমিটার অনুযায়ী যে চার্জ ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি প্রত্যেক গ্রাহকের জেনে রাখা অত্যন্ত জরুরি। কেননা আপনার এই বিষয়টি জানা না থাকলে আপনার কাছ থেকে বাড়তি টাকা নিতে পারে ডেলিভারি ম্যানরা। আপনার পকেট থেকে বাড়তি টাকা খসা মানেই রান্নার গ্যাসের পিছনে খরচ বেড়ে যাওয়া।

Advertisements

গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে যে চার্জের কথা বলা হয়েছে সেই চার্জ অনুযায়ী, এজেন্সি থেকে ৫ কিলোমিটার দূরে কারো যদি বাড়ি হয়ে থাকে অর্থাৎ ৫ কিলোমিটারের মধ্যে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না। অর্থাৎ যাদের বাড়ি বা গ্যাস সিলিন্ডার ডেলিভারি নেওয়ার জায়গা এজেন্সির গোডাউন থেকে ৫ কিলোমিটারের মধ্যে তারা সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাবেন।

আরও পড়ুন ? ৩১ ডিসেম্বরই কি শেষ দিন! গ্যাস কানকেশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট নিয়ে বড় ঘোষণা

পাঁচ কিলোমিটার বা তার বেশি থেকে ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে সিলিন্ডার প্রতি খরচ করতে হবে ২০ টাকা। ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সিলিন্ডার ডেলিভারি নেওয়ার জন্য সিলিন্ডার প্রতি দিতে হবে ৩৫ টাকা। দূরত্ব ১৫ থেকে ২০ কিলোমিটার হয়ে গেলেই খরচ বেড়ে দাঁড়াবে ৪৫ টাকা। আবার ২০ কিলোমিটারের বেশি দূরত্ব হলেই গ্রাহকদের সিলিন্ডার প্রতি খরচ করতে হবে ৬০ টাকা।

তবে এই ডেলিভারি চার্জের নিয়মটি বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য যেমন কেরলের কোঝিকোড় জেলার ক্ষেত্রে এমনটা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কথা বলা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ৫ কিলোমিটার পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। ৫ কিলোমিটারের পরে বহু এজেন্সি রয়েছেন যারা ডেলিভারি দেন না। সেক্ষেত্রে হয় গ্রাহকদের নিজেদেরই গোডাউন থেকে ডেলিভারি নিয়ে যেতে হয়। এজেন্সিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাদের যা হোম ডেলিভারি সিস্টেম রয়েছে তাতে তারা ৫ কিমি পর্যন্ত পুরোটাই বিনামূল্যে ডেলিভারি দিয়ে থাকেন।

Advertisements