Kanchan Mullick Property: পিঙ্কিকে ডিভোর্স দিতে গিয়ে খসল ৫৬ লক্ষ টাকা, এখন কত রইল কাঞ্চনের কাছে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তিনি আচমকা চর্চায় উঠে এসেছেন মূলত দ্বিতীয় বউ পিঙ্কিকে ডিভোর্স দিয়ে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার কারণে। ৫৩ বছর বয়সে তৃতীয় বিয়ে করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খসেছে কাঞ্চনের। কেননা পিঙ্কিকে ডিভোর্স দেওয়ার জন্য দিতে হয়েছে ৫৬ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই এই বিপুল টাকা দেওয়ার খবর আসতেই প্রশ্ন উঠছে কত টাকার মালিক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick Property)।

Advertisements

দ্বিতীয় বউ পিঙ্কিকে ডিভোর্স দিতে গিয়ে ৫৬ লক্ষ টাকা খোয়ানোর পর এখন তার কাছে কত টাকা রইল সেই হিসেব দেওয়াটা খুব মুশকিল হলেও কাঞ্চন মল্লিকের ২০২১ সালে কত টাকার সম্পত্তি ছিল তা বলা কিন্তু সহজ। কেননা ঐ সময় তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ম অনুসারে নির্বাচন কমিশন দিয়েছিলেন। যেখানেই উল্লেখ রয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ।

Advertisements

২০২১ সালের হলকনামা অনুযায়ী কাঞ্চন মল্লিকের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩৮ লক্ষ ২১ হাজার ৩২৩.৯২ টাকা। সেই সময়কার হিসেব অনুযায়ী তার দুটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ছিল। যে দুটি ফিক্সড ডিপোজিটে থাকা মোট টাকার পরিমাণ ছিল ৫ লক্ষ ৩৬ হাজার ৯৮৪ টাকা। এর পাশাপাশি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ ছিল ৭ লক্ষ ৯০ হাজার ১০৫ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Kanchan Mullick: রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কাঞ্চনের প্রথম স্ত্রী গুনে গুনে ১০ গোল দেবেন পিঙ্কি-শ্রীময়কে

ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও বিধায়ক অভিনেতা লক্ষ লক্ষ টাকার জীবন বীমা রয়েছে। এইচডিএফসি স্ট্যান্ডার্ড লাইফ ইন্সিওরেন্স সংস্থায় তার নামে রয়েছে ৬ লক্ষ ৬১ হাজার ৩৪৮ টাকার জীবন বীমা। এর পাশাপাশি তিনি যে সময় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিয়েছিলেন সেই সময় উল্লেখ করেছিলেন, বিভিন্ন জায়গা থেকে তার ১ লক্ষ ২৪ হাজার ৮০০ টাকা পাওনা রয়েছে। এছাড়াও তার কাছে যে গাড়িটি ছিল বলে উল্লেখ করেছিলেন সেটির দাম ১৬ লক্ষ ৭১ হাজার ১৭২ টাকা। এর পাশাপাশি তার কাছে ১৬ গ্রাম ওজনের একটি সোনার আংটি রয়েছে, যার দাম ৭৯ হাজার ৪৮০ টাকা। তার কাছে ২ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকার টিডিএস রয়েছে বলেও জানিয়েছিলেন। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন জায়গায় তার বেশ কিছু অস্থাবর সম্পত্তি।

অন্যদিকে কাঞ্চন মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ হলো ৫২ লক্ষ ৫০ হাজার টাকার। কাঞ্চন মল্লিকের চাষযোগ্য কোনো জমি অথবা কোন দোকানপাট না থাকলেও তার নাকতলার নেতাজি নগরের ৯১৩ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এই ফ্ল্যাটটি তিনি ২০০৫ সালে কিনেছিলেন মাত্র ৯ লক্ষ ৬০ হাজার ৫৮৮ টাকায়, তবে বর্তমানে এর বাজার মূল্য হয়ে দাঁড়িয়েছে ৫২ লক্ষ ৫০ হাজার টাকা।

Advertisements