দিনে ৩৩৩ টাকা জমা করে মিলবে ৫৬ লক্ষ, এই স্কিম না জানলে লস

নিজস্ব প্রতিবেদন : সঞ্চয় করে বেশি সুদ পাওয়ার লক্ষ্যেই বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগ করলেই হয় না বরং বিনিয়োগ করার আগে বিভিন্ন স্কিম সম্পর্কে জেনে নিতে হয়। যাতে করে একই টাকা রেখে বেশি লাভ পাওয়া যায়। বেশি লাভ পাওয়ার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান হিসেবে সবসময়ই তালিকায় প্রথমেই নাম আসে পোস্ট অফিসের (Post Office)।

ঠিক সেই রকমই পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে যেটি কন্যা সন্তানদের জন্য এবং যাতে দিনে ৩৩৩ টাকা রাখলে ৫৬ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। পোস্ট অফিসের এই স্কিমটি সম্পর্কে আশা করি প্রত্যেকেই জানেন আর তার নাম হলো Sukanya Samriddhi Yojana। সম্প্রতি এই স্কিমে সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং তার পরই হাসির মুখ দেখছেন বিনিয়োগকারীরা।

নতুন অর্থ বর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের তরফ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ থেকে ৮% করার ঘোষণা করেছে। সুদের হার বৃদ্ধি পেয়েছে ০.৪ শতাংশ। এখন প্রশ্ন হল প্রতিদিন ৩৩৩ টাকা জমা করে কিভাবে ৫৭ লক্ষ টাকা পাওয়া যাবে?

কোন কন্যা সন্তানের বয়স বর্তমানে চার বছর হলে তার নামে যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে ১৫ বছর টাকা জমা দেওয়ার পর অর্থাৎ কন্যাসন্তানের ১৯ বছর বয়সে টাকা তোলার ক্ষেত্রে এমন সুবিধা রয়েছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীকে প্রতিদিন ৩৩৩ টাকা অর্থাৎ মাসে ১০০০০ টাকা জমা দিতে হবে। মাসে ১০০০০ টাকা জমা দিলে বছরে জমা হয় ১.২ লক্ষ টাকা এবং তার উপর চক্রবৃদ্ধি হারে কন্যা সন্তানের বয়স যখন ১৯ বছর হবে তখন তিনি ৫৬ লক্ষ টাকা পাবেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম ২৫০ টাকা থাকলেই হয়। এই প্রকল্পে বিনিয়োগে যে সুদ পাওয়া যায় তার ওপর কোনরকম কর দিতে হয় না। বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে এই প্রকল্পে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রকল্প আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করে।