আসছে বছর কবে দুর্গাপুজো, দেখে নিন ২৪ এর নির্ঘন্ট

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুজো আসছে আসছে এমনটাই ভালো। কেননা পুজো শুরু হওয়ার পরই দেখা যায় কেউ কিছু বুঝে ওঠার আগেই পুজোর দিনগুলি শেষ হয়ে যায়। ঠিক যেমনটা এই বছরও ঘটলো। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পুজো শুরু হওয়ার পর দেখতে দেখতে শেষ হয়ে গেল এই বছরের দুর্গাপুজো। দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মন ভারাক্রান্ত আম বাঙ্গালীদের। তবে মনকে বেশি কষ্ট দিয়ে লাভ নেই। কেননা আসছে বছর খুব তাড়াতাড়ি মায়ের আগমন (Durga Puja 2024) ঘটতে চলেছে।

Advertisements

এই বছর একেবারে অক্টোবর মাসের শেষের দিকে ছিল দুর্গাপুজো। যে কারণে দীর্ঘদিন ধরে মা দুর্গার আগমনের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল বাঙ্গালীদের। আগামী বছরও অক্টোবর মাসেই দুর্গাপুজো রয়েছে। তবে সেই দুর্গাপুজো হতে চলেছে মাসের প্রথম দিকে। এই বছর মাকে বিদায় জানানোর সঙ্গে সঙ্গে মন বিষাদে না ভরিয়ে চলুন দেখে নেওয়া যাক ২০২৪ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট।

Advertisements

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে মহালয়া পড়েছে গান্ধী জয়ন্তীর দিন অর্থাৎ ২ অক্টোবর। ঐদিন পিতৃপক্ষের অবসান ঘটবে এবং দেবীপক্ষের সূচনা হবে। পরদিন অর্থাৎ ৩ অক্টোবর রয়েছে দেবীপক্ষের প্রতিপদ তিথি। যারা শারদীয়া নবরাত্রি পালন করে থাকেন তারা ওই দিন পুজো করবেন। এক্ষেত্রে আগামী বছর ২ অক্টোবর মহালয়া পড়ার কারণে একটি সরকারি ছুটি মার পড়বে।

Advertisements

২০২৪ সালে মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর বুধবার। মহাসপ্তমী ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। মহাষ্টমী ১১ অক্টোবর অর্থাৎ শুক্রবার। মহানবমী ১২ অক্টোবর অর্থাৎ শনিবার এবং বিজয়া দশমী ১৩ অক্টোবর অর্থাৎ রবিবার। এই বছরের মত আগামী বছরও চারদিন পুজো। তবে পুজো শনিবার রবিবার ঘেঁষা হওয়ার কারণে একাধিক সরকারি ছুটি পাবেন না সরকারি কর্মচারীরা।

আগামী বছর দেবী দুর্গার আগমন ঘটবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে ‘দোলায়াং মকরং ভবেৎ’ এর ফল হল মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, খরা, অতিমৃত্যু। আগামী বছর দেবীর গমন হবে গজ বা হাতিতে। শাস্ত্রমতে এর ফলে পৃথিবী সুখ শান্তিতে পরিণত হবে। কেননা গজ হলো দেবী দুর্গার উৎকৃষ্টতম বাহন। অর্থাৎ দেবীর আগমনের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও গমনে পৃথিবী ভরে উঠবে সুখ শান্তিতে।

Advertisements