Lakshmir Bhandar Payment Status: জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার আপডেট! এইভাবে বুঝে নিন এলো কিনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের রাজ্যজুড়ে এইভাবে ঝড় তোলার পিছনে যে প্রকল্পের অবদান সবচেয়ে বেশি বলে দাবি করা হচ্ছে তা হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্প রাজ্যের কোটি কোটি মহিলাদের ভোট তৃণমূলের ঝুলিতে এনে দিতে সহযোগিতা করেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Advertisements

লোকসভা ভোটের আগে রাজ্য সরকার তাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করার সিদ্ধান্ত নেয়। ভোটের আগে এইভাবে টাকার পরিমাণ বৃদ্ধি তৃণমূলকে আরও বেশি ভোট পেতে সাহায্য করেছে। অন্যদিকে তৃণমূলের এইভাবে প্রত্যাবর্তনের পর উপভোক্তাদের মধ্যেও আরও আশা জাগছে, পরবর্তীতে টাকার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

Advertisements

অন্যদিকে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কোটি কোটি গ্রাহকদের বড় অংশ এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। তবে এই প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকলো অথবা এখনও আটকে রয়েছে কিনা সেই সম্পর্কে জানার জন্য এসে গেল নতুন ব্যবস্থা। যে ব্যবস্থার মাধ্যমে সহজেই উপভোক্তারা জেনে নিতে পারবেন, তাদের টাকা সরকারি তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা?

Advertisements

আরও পড়ুন ? Lakshmir Bhandar New Update: ১০০০-১২০০ টাকা অতীত! ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? তৃণমূলের মেগা জয়ে বাড়ছে আশা

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে কিনা সেই স্ট্যাটাস (Lakshmir Bhandar Payment Status) জানার জন্য https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা Track Applicant Status অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, স্বাস্থ্য সাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর দিতে হবে এবং তার ঠিক নিচে থাকা ক্যাপচা কোড দিতে হবে।

সবকিছু ঠিকঠাক দিয়ে সার্চ করলেই অন্য একটি পেজে পৌঁছে যাবেন এবং সেখানে নাম নথিভুক্ত থাকা উপভোক্তারা Payment Status নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে অর্থবর্ষ বেছে নিলেই দেখিয়ে দেবে কোন কোন মাসে আপনার টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখে নিতে পারবেন জুন মাসেও টাকা দেওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে যদি দেখা যায় সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়েছে অথচ আপনার অ্যাকাউন্টে আসেনি তাহলে আপনাকে তৎক্ষণাৎ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Advertisements