নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই নৈহাটির বড়মাকে (Naihati Boro Maa) নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়েছে। বড় মায়ের বার্ষিক পুজোর আগেই নতুন মন্দিরে প্রতিষ্ঠা ঘিরে ভক্তদের মধ্যে ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা। আর এবার বড়মাকে নিয়ে নতুন একটি সুখবর দিল কমিটি। নতুন সেই সুখবর হলো, লাইনে না দাঁড়িয়েই এবার দূর দূরান্ত থেকে বড় মায়ের বার্ষিক পুজো দেওয়া যাবে। এর জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। আগামী ১২ নভেম্বর রয়েছে বড় মায়ের বার্ষিক পুজো।
আগামী ১২ নভেম্বর রাত ১২টা থেকে শুরু হবে বড় মায়ের বার্ষিক পুজো। যে বড় মাকে দেখার জন্য দূর দূরান্তের মানুষ উদগ্রীব হয়ে থাকেন তাদের এবার দর্শন দেবেন বড়মা। এবার যাতে সারা বিশ্বের মানুষ নিজেদের বাড়িতে বসেই বড় মায়ের দর্শন পান তার জন্য বিশেষ ফেসবুক লাইভের ব্যবস্থা করা হয়েছে। মায়ের পুজো সারাদিন ফেসবুকে লাইভ করে সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে।
১২ নভেম্বর দুপুর ২ টো ৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে। অমাবস্যা তিথি থাকবে পরদিন অর্থাৎ ১৩ নভেম্বর দুপুর ২ টো ৩৩ পর্যন্ত। প্রতিবছরের মতো এই বছরও নিয়ম নিষ্ঠা সহকারে পুজোর আয়োজন করা হয়েছে। ফেসবুকে মায়ের পুজো লাইভ করার পাশাপাশি দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য পুজো কমিটির তরফ থেকে অনলাইনের ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য আগের দিন অর্থাৎ ১১ নভেম্বর থেকে অনলাইনে পুজোর বুকিং শুরু হয়ে যাবে।
১১ নভেম্বর শনিবার রাত ১০টার মধ্যে অনলাইনে যারা পুজো দিতে চান তাদের নাম নথিভূক্ত করতে হবে। পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে, নাম নথিভূক্ত করার সময় অনলাইনে যে সকল ভক্তরা পুজো দিতে চান তাদের নাম এবং গোত্র জানাতে হবে। অনলাইনে এই পুজো দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে ভক্তদের। WhatsApp করার জন্য যে নম্বরটি দেওয়া হয়েছে সেটি হল 8240820003। এছাড়াও পুজোর দক্ষিণা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। তবে জানানো হয়েছে, বুকিংয়ের জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠানো হয়েছে তাতে যেন কেউ কোনো ছবি না পাঠান।
আজ থেকে আনুমানিক ১০০ বছর আগে শুরু হওয়া বড় মায়ের পুজো প্রথম শুরু করেছিলেন ভবতোষ চক্রবর্তী। এখন এই বড় মায়ের নাম বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বড় মায়ের এখন কষ্টিপাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখন মায়ের স্থায়ী মন্দিরে সকাল আটটা থেকে দুপুর একটা ও দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত ভক্তরা স্বশরীরে গিয়ে পুজো দিতে পারেন।