নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি নাগরিকদেরই বীমা থাকা অত্যন্ত জরুরী। জীবন বীমা থেকে শুরু করে স্বাস্থ্য বীমা সব ক্ষেত্রেই এমন জরুরী দিকটির কথা মাথায় রেখে সরকারের তরফ থেকেও এসবের উপর বারবার জোর দেওয়া হচ্ছে। ভারতের মতো দেশে যে সকল বীমা সংস্থাগুলি জীবন বীমা প্রদান করে থাকে তাদের মধ্যে অন্যতম হলো এলআইসি (LIC)। দেশের কোটি কোটি মানুষের রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসিতে জীবন বীমা রয়েছে।
তবে বহু ক্ষেত্রেই দেখা যায় এই সকল জীবন বীমা পলিসির প্রিমিয়াম দিতে ভুলে যাওয়া অথবা কোন কারণবশত প্রিমিয়াম না দেওয়ার কারণে সেগুলি ল্যাপসড বা নিষ্ক্রিয় হয়ে যায়। অন্যান্য সংস্থার মতো এলআইসিও পলিসি ল্যাপসড হয়ে যায় দীর্ঘদিন ধরে প্রিমিয়াম না দেওয়ার কারণে। আর এই ধরনের ঘটনা ঘটলে রীতিমতো চিন্তায় পড়তে দেখা যায় গ্রাহকদের।
এলআইসির পলিসি ল্যাপসড হয়ে গেলেও সেগুলিকে সহজেই সক্রিয় করা যেতে পারে। সংস্থার তরফ থেকে পুনরায় ল্যাপসড পলিসিকে সক্রিয় করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এই সকল ব্যবস্থা সম্পর্কে অনেকে না জানার কারণে অযথায় চিন্তায় পড়েন অথবা আর ওই পলিসিতে বিনিয়োগ না করে প্রচুর টাকা লোকসান করে থাকেন। নিয়ম অনুসারে পলিসি যদি ল্যাপসড হয়ে যায় তাহলে কিন্তু গ্রাহকরা ওই পলিসির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন।
আরও পড়ুন ? LIC Aadhar Shila Policy: ১১ লক্ষ টাকা মিলবে হাতে হাতে, LIC-র এই পলিসিতে প্রতিদিন রাখুন ৮৭ টাকা
এক্ষেত্রে ল্যাপসড হয়ে যাওয়া পলিসি পুনরায় সক্রিয় করার জন্য সংস্থার তরফ থেকে দু’বছর সময় দেওয়া হয়। যে দু’বছরের মধ্যে গ্রাহককে তার বকেয়া সমস্ত প্রিমিয়ামের টাকা শোধ করতে হয় এবং সময়ের প্রিমিয়াম না দেওয়ার জন্য বাড়তি ফি জমা দিতে হয়। এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ওই গ্রাহক পলিসির পূর্বনির্ধারিত সুযোগ-সুবিধা থেকে অনেকটাই কম সুযোগ-সুবিধা পান। কেননা তাকে পলিসি রিস্টার্ট করতে বাড়তি ফি দিতে হয়।
ল্যাপসড হয়ে যাওয়া পলিসিকে পুনরায় রিস্টার্ট করার জন্য গ্রাহককে এলআইসির কোন এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি নিকটবর্তী এলআইসির শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এর জন্য তার কাছে যে এলআইসির দলিল রয়েছে সেটি নিয়ে যাওয়া দরকার। এই ধরনের ঘটনায় একটি আবেদন জমা দিতে হয় এবং সেই আবেদনে পলিসি পুনরায় রিস্টার্ট করার কথা জানানোর পাশাপাশি পলিসির প্রিমিয়াম কেন সঠিক সময়ে জমা দেওয়া যায়নি সেই কারণও জানাতে হয়। তবে মনে রাখতে হবে, দু’বছরের মধ্যে ল্যাপসড হয়ে যাওয়া পলিসি পুনরায় রিস্টার্ট করার জন্য খুব যে বেশি ধকল সহ্য করতে হবে তাও নয়।