Naveen Patnaik Property Details: সম্পত্তি বাড়ল দেশের সবচেয়ে সৎ ও জনপ্রিয় মুখ্যমন্ত্রী অবিবাহিত নবীন পট্টনায়কের, তার পড়াশুনা কতদূর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল জনপ্রিয় মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের তালিকায় সবার প্রথমে যাকে দেখা যায় তিনি হলেন নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। তার আচার-আচরণ এবং কাজের নিরিখে তিনি এমন জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি শুধু একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী নন, এর পাশাপাশি তিনি দেশের অন্যতম সৎ মুখ্যমন্ত্রী হিসাবেও পরিচিত।

Advertisements

দেশ জুড়ে যখন লোকসভা নির্বাচন চলছে ঠিক সেই সময় ওড়িশায় আবার রয়েছে বিধানসভা নির্বাচন। যে বিধানসভা নির্বাচনে ষষ্ঠবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে নবীন পট্টনায়ক বুধবার হিঞ্জলি বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকেই তার সম্পত্তির পরিমাণ এবং শিক্ষাগত যোগ্যতা (Naveen Patnaik Property and Education Qualification Details) সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায়।

Advertisements

তিনি তার সম্পত্তির যে হিসেব-নিকেশ পেশ করেছেন সেই হিসেবে নিকেশ অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তি রয়েছে ৭১ কোটি ৭ লক্ষ টাকার। যা গত পাঁচ বছর আগে ছিল ৬৩ কোটি ৮৭ লক্ষ। হিসেব অনুযায়ী ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। ওড়িশার মুখ্যমন্ত্রী অবিবাহিত নবীন পট্টনায়ক শেষ পাঁচ বছরে যা রোজগার করেছেন তা হল ১৯ লক্ষ ৪০ হাজার ২৪০ টাকা, ১৬ লক্ষ ৩১ হাজার ২৮২ টাকা, ১৯ লক্ষ ৭০ হাজার ২৬০ টাকা, ৮৯ লক্ষ ২৩ হাজার ৩৬৫ টাকা এবং ৯২ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Offbeat beaches in Odisha: পুরি বোরিং! ঘুরে আসুন ওড়িশার এই ৫ সমুদ্রসৈকত, মজা পাবেন

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৫ লক্ষ ৬০ হাজার ৩৬৪.৪০ টাকা। এর মধ্যে ৪ লক্ষ ১৭ হাজার ৯৫ টাকার অলংকার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ, এছাড়াও তার কাছে রয়েছে ১৯৮০ সালের মডেলের একটি অ্যাম্বাসেডর গাড়ি। ২০০০ সালে নবীন পট্টনায়ক প্রথম মুখ্যমন্ত্রী হন এবং তারপর থেকে এখনো পর্যন্ত তার কুর্সি কেউ তলাতে পারেননি। নবীন পট্টনায়কের রোজগার মূলত মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্য বেতন।

নবীন পট্টনায়কের যে স্থাবর সম্পত্তি রয়েছে তার মোট মূল্য হল ৫৭ কোটি ২ লক্ষ ১৮ হাজার টাকা। ভুবনেশ্বরে নবীন নিবাস নামে যে বাড়ি রয়েছে তার এক তৃতীয়াংশের মালিক তিনি। ওই বাড়ির মোট মূল্য হল ১৩ কোটি ৬৬ লক্ষ টাকা। এছাড়াও নবীন পট্টনায়কের দিল্লিতে একটি বাংলো রয়েছে যার মূল্য হল ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। এই বাড়ির অর্ধেক মালিকানা রয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রীর নামে। নবীন পট্টনায়ক দিল্লি ইউনিভার্সিটি থেকে ১৯৬৭ সালে বিএ পাস করেছিলেন।

Advertisements