Yusuf Pathan Net Worth: দু’বেলা দুমুঠো খেয়ে কেটেছে ছেলেবেলা, ১১ পাশ ইউসুফ পাঠান আজ কত টাকার মালিক

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ছেলেবেলা কেটেছে খুব কষ্টের সঙ্গে, খুব কষ্টের সঙ্গে ছোট্ট ঘরে বসবাস করেই বড় হয়েছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তবে পরবর্তীতে তার ভাগ্য ফিরে যায় ক্রিকেটের দৌলতে। ছোটবেলা কষ্ট করে কাটলেও আজ ইউসুফ পাঠান কোটি কোটি টাকার মালিক। ইউসুফ পাঠান এখন বছরে কত টাকা রোজগার করেন, তার মোট সম্পত্তির পরিমাণ (Yusuf Pathan Net Worth) কত? চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

ইউসুফ পাঠান খেলাধুলার মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে আজ তিনি খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হয়ে তিনি এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহরমপুর কেন্দ্র থেকে, যেখানেই তার প্রতিপক্ষ হিসাবে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রার্থী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

Advertisements

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে ইউসুফ পাঠান ২০১৮-১৯ অর্থবর্ষে রোজগার করেছিলেন ৩ কোটি ১০ লক্ষ ১৪ হাজার ৯২৮ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রোজগারের পরিমাণ কমে যায় এবং দাঁড়ায় ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ৮৩০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে রোজগারের পরিমাণ আরও কমে যায় এবং দাঁড়ায়, ১ কোটি ২ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষেও রোজগারে পতন বজায় ছিল এবং দাঁড়িয়ে ছিল ৬৪ লক্ষ ১৮ হাজার ৫৫০ টাকা। তবে ২০২২-২৩ অর্থবর্ষে ফের ইউসুফ পাঠানের রোজগার আগের মতই অনেকটাই বেড়েছিল। রোজগার হয়েছিল ২ কোটি ৯৪ লক্ষ ২৮ হাজার ৭৬০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? WB Lok Sabha Election Opinion Poll: হারের মুখ দেখতে পারে ইউসুফ থেকে দিলীপ! ভোটের আগেই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী জনমত সমীক্ষার

ইউসুফ পাঠানের সম্পত্তি সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে তার বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন খাতে জমা থাকা টাকা, শেয়ার বাজারে থাকা টাকা, গাড়ি, হিরে-সোনা-রুপোর অলংকার ইত্যাদি মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১.৯১ টাকা। অন্যদিকে একই সব খাতে ইউসুফ পাঠানের স্ত্রীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো মাত্র ৫২ হাজার ৩১৫ টাকা।

অস্থাবর সম্পত্তির পাশাপাশি ইউসুফ পাঠানের নামে রয়েছে স্থাবর সম্পত্তিও। চাষযোগ্য জমি, অন্যান্য জমি, ফ্ল্যাট, বাড়িঘর ইত্যাদি সবকিছু মিলিয়ে ইউসুফ পাঠানের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২১ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে ইউসুফ পাঠানের স্ত্রীর নামে কোনরকম স্থাবর সম্পত্তি নেই বলেই উল্লেখ করেছেন মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায়। এছাড়াও স্ত্রীর নামে কোনরকম লোন না থাকলেও ইউসুফ পাঠানের নামে রয়েছে ১১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার ৫৫৮.৩৮ টাকার লোন। ইউসুফ পাঠান ১১ পাশ বলেই জানিয়েছেন।

Advertisements